মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খুটাখালীর মেধেরখালের চর থেকে ভাসামান লাশ উদ্ধার চকরিয়ায় অজগর সাপ উদ্ধারঃঅভয়ারণ্য অবমুক্ত চেয়ারম্যান প্রার্থীকে লক্ষ্য করে সাবেক এমপি বদির গুলি ছোড়ার অভিযোগে সংবাদ সম্মেলন বনভূমিতে স্হাপনা নির্মাণকালে ভেঙে গুড়িয়ে দিলো বন বিভাগ ফ্রি ফায়ার” এ পরিচয়ে খুলনার মেয়ে টেকনাফে বিয়ে;অতঃপর মরদেহ উদ্ধার কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন: নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন পেকুয়ায় লবণ বাচাঁতে গিয়ে বজ্রপাতে দুই চাষির মৃত্যু! কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন:জমে উঠেছে মুজিব-আবছারের ভোটের লড়াই চকরিয়া থানা পুলিশের অভিযানে ৯ কোটি টাকা অর্থদণ্ডসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

আলোচিত রোহিঙ্গা নেতা মাষ্টার মুহিবুল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,উখিয়া:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত রোহিঙ্গা নেতা মাষ্টার মুহিবুল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

হত্যাকান্ডের দুই বছর পূর্ণ হওয়ার দিন শুক্রবার (২৯ সেপ্টেম্বর ২০২৩ইং) বিকেলে উপজেলার লম্বাশিয়া ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে মুহিবুল্লাহ স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে এফডিএমএন রিপ্রেজেনটেটিভ কমিটি।

সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত এই স্মরণসভায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা হাজারো রোহিঙ্গা অংশ নেন।

এসময় বক্তব্যে কমিটির মুখপাত্র মাষ্টার সৈয়দ উল্লাহ বলেন, ” মাষ্টার মুহিবুল্লাহ রোহিঙ্গাদের জন্য যা করেছেন তা ভুলে যাওয়া যাবে না। অধিকার নিয়ে স্বদেশে ফিরতে স্বপ্ন দেখিয়েছেন তিনি, আমরা সে পথেই হাটছি। ”

রোহিঙ্গা নেতা মাস্টার কামাল বলেন, ” প্রত্যাবাসন নিয়ে কাজ করতে গিয়ে মুহিবুল্লাহ মায়ানমার সরকারের রোষানলে পড়েছিলেন। আমাদের মাঝে লুকিয়ে থাকা জান্তার এজেন্টরা তাকে হত্যা করেছে।” পরে মিলাদ ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় স্মরণ সভা।

প্রসঙ্গত, প্রত্যাবাসনের পক্ষে কাজ করা রোহিঙ্গাদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান ছিলেন মাষ্টার মুহিবুল্লাহ।

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর এশার নামাজ শেষে ১ ইস্ট ক্যাম্পের নিজ কার্যালয়ে সংগঠনের সদস্যদের নিয়ে মুহিবুল্লাহ প্রত্যাবাসন নিয়ে আলোচনা করছিলেন। ১০/১২ জনের দুর্বৃত্তের দল এসময় অতর্কিত হামলা চালালে গুলিতে ৪৮ বছর বয়সী মুহিবুল্লাহর মৃত্যু হয়।

পরদিন এঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই হাবিবুল্লাহ।

গত বছরের ১১ সেপ্টেম্বর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এই মামলায় ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

নিহতের স্বজনরা দাবি করেন, মুহিবুল্লাহকে রোহিঙ্গাদের আরেকটি সশস্ত্র সংগঠন আরাকান রিপাবলিকান স্যালভেশন আর্মির (আরসার) সদস্যরা হত্যা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs