রূপালী সৈকত ডেস্ক: খুন, গুম-জুলুমে বিক্ষুব্ধ ক্ষতবিক্ষত রক্তাক্ত বাংলাদেশ। স্বৈরাচারের নাগপাশে ঝলসে গেছে শত শত প্রতিবাদের মুখ। হাজার হাজার মানুষ বন্দি কারাগারে। বাড়ছে গোপন বন্দিশালা আয়নাঘর। দুর্নীতি, লুটপাট যেন মহোৎসব। একে একে ধসে পড়ছে ব্যাংক। তবু চারদিকে বাড়ছে ফ্যাসিস্টবন্দনা। সাধুবেশে শয়তানরা দিচ্ছে হাঁক। মরে মরুক সব, জঙ্গি-সন্ত্রাস। ‘আপা’ আপনি থাকছেন।
বিস্তারিত...