পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বাড়ী-ঘরে লুটপাট চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
(১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের পূর্ব বিলাচুরা খাসপাড়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন,বিগত ৩০/৪০বছর পূর্ব থেকে সরকারি খাস জমিতে বসবাস করে আসছি। গত দুই মাস থেকে বিলহাছুরা এলাকার প্রভাবশালী শফিউল আলমের ছেলে সাহাব উদ্দীন (৪০),ও জালাল উদ্দীন,দলিলুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), ও মোজাম্মেল হক(৪২), জালালের ছেলে মানিক, জাহাঙ্গীর আলমের ছেলে দলামিয়া সহ কয়েকজন সন্ত্রাসী আমাদের বাড়ী -ঘরে লুটপাট করে, আমাদের লোকজনকে মারধর করে আসছেন, চলাফেরায় বাঁধা প্রধান করেন, আমাদের প্রতি ঘর থেকে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করেছে। টাকা না দিলে আমাদের বাড়ী -ঘর গুড়িয়ে দিবে বলে হুমকি দিচ্ছে। আমাদের ঘরে এসে নারীদের উপর নির্যাতন চালাচ্ছেন। আমরা শতাধিক অসহায় গরিব পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
আমাদের বসতবাড়ীর জায়গা যে খাস সেটা আদালত ঘোষণা করেছেন। তাঁর পরও আমাদের উপর নির্যাতন করে আসছেন। আমারা এই নির্যাতনের বিচার দাবী করছি। আমরা গরিব অসহায় মানুষ,আমরা আমাদের এলকায় শান্তিতে বসবাস করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। এসময় স্থানীয় ফজল কাদের,জহির আলম,জাকের মিয়া, নুরুন নাহার, মরিয়ম সহ তিন শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।