বার্তা পরিবেশক:
কক্সবাজারের পেকুয়ায় চাঁদা না দিয়ে ধান রোপণ করতে যাওয়ায় হামলার অভিযোগ উঠেছে। এসময় সন্ত্রাসীদের হামলায় নারী-পুরুষ সহ ৫জন আহত হয়েছেন।
(১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর ইউনিয়নের পশ্চিম নন্দির পাড়া ফুলতলা স্টেশনের পাশে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় আহতরা হলেন সদর ইউনিয়নের পশ্চিম নন্দির পাড়া এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী রেখা মনি(৩০),জামাল উদ্দিনের ছেলে বাদশা (৩৬), মৃত আশরাফ আলীর ছেলে গিয়াস উদ্দিন(৪২), মৃত আশরাফ আলীর ছেলে জামাল উদ্দিন (৬০),জসিম উদ্দিনের ছেলে নকিব উদ্দীন(১৪)।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনরা জানিয়েছেন,
পশ্চিম নন্দির পাড়া জামাল উদ্দিন গংয়ের পৈতৃক ও ক্রয়কৃত জায়গায় ধান রোপণ করতে গেলে একই এলাকার মৃত এজার মিয়ার পুত্র করিমদাত (৪৭), ওবায়দুল হোছাইনের পুত্র ইমাম হোছাইন প্রকাশ কালা মনু(২৪), সাহদাত হোছাইন(২৫),ইলিয়াস উদ্দিন (৪২), ইউনুস উদ্দিন কাল(৩৯),বখতিয়ার উদ্দিন (৩৫),এজার হোছাইন ময়নার পুত্র কাইছার উদ্দীন (২৫),মৃত মনছুর আলীর পুত্র ওবায়দুল হোছাইন সহ অজ্ঞাত ১০/১২জন গিয়ে এলোপাতাড়ি হামলা করে গুরুতর আহত করে।স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগী গিয়াস উদ্দিন বলেন,পশ্চিম নন্দির পাড়া জামাল উদ্দিন গংয়ের পৈতৃক ও ক্রয়কৃত জায়গায় ধান রোপণ করতে গেলে একই এলাকার মৃত এজার মিয়ার পুত্র করিমদাত (৪৭), ওবায়দুল হোছাইনের পুত্র ইমাম হোছাইন প্রকাশ কালা মনু(২৪), সাহদাত হোছাইন(২৫),ইলিয়াস উদ্দিন (৪২), ইউনুস উদ্দিন কাল(৩৯),বখতিয়ার উদ্দিন (৩৫),এজার হোছাইন ময়নার পুত্র কাইছার উদ্দীন (২৫),মৃত মনছুর আলীর পুত্র ওবায়দুল হোছাইন সহ অজ্ঞাত ১০/১২জন গিয়ে এলোপাতাড়ি হামলা করে গুরুতর আহত করে।স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমার স্ত্রী রেখা মনি,আমার বড় ভাই জামাল উদ্দিন, ভাতিজা বাদশা, নাকিব ও আমি আহত হয়ছি।
এই বিষয়ের ওবায়দুল হোছাইনের কারো যোগাযোগ না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
এই বিষয়ে পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত)সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন,” অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে”।