বার্তা পরিবেশক।।
কক্সবাজার পৌরশহরের ৪নং ওয়ার্ডের টেকপাড়া চৌমোহনী এলাকায় রাতের আধাঁরে সন্ত্রাসীরা নির্মাণাধীন সেমিপাকা বাড়ির পাকা দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে লুটপাট করে নিয়েছে লক্ষাধিক টাকার মালামাল। পর পর ২ দফায় সন্ত্রাসী তান্ডবের ঘটনা ঘঠিয়েছে বলে জানায় এলাকাবাসী।
ঘটনার বিবরনে জানাযায়, টেকপাড়া চৌমোহনী এলাকার মৃত ফজল হাজী পরিবারের হাজেরা খাতুন গং ও ইসমাইল গং এর মধ্যে দীর্ঘ দিন ধরে জমির বিরোধ চলে আসছিল। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধির মধ্যস্থতায় পক্ষদ্বয়ের বিরোধের নিষ্পত্তি হয়।
পক্ষান্তরে হাজেরা গং ঝুঁকিপূর্ণ বহুবছরের বহুতল ভেঙ্গে বসবাসের জন্যে নতুন করে সেমিপাকা বাড়ি নির্মাণের কাজ করে আসছিল।
ইসমাইল গং সমঝোতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন ছলচাতুরীর মধ্যদিয়ে আইনি জটিলতা সৃষ্টি করার অপচেষ্টাায় ব্যর্থ হয়ে রাতের আধাঁরে তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে গত ১০ এপ্রিল সন্ত্রাসী তান্ডব চালিয়ে বাড়ির দেয়াল ভাঙ্গচুর করে ও মালামাল লুট করে নিয়ে যায় বলে জানায় বাড়ির মালিক হাজেরা খাতুন। ইতিপূর্বে এমন ঘটনার অভিযোগ এনে কক্সবাজার সদর মডেল থানায় ইসমাইল গং এর বিরুদ্ধে লিখিত একখানা অভিযোগ দায়ের করেন হাজেরা খাতুন এর পুত্র রিফাত কবির।
এব্যাপারে অভিযোগকারী রিফাত কবির জানায়, আমার পৌত্রিক সূত্রে প্রাপ্ত বসতভিটিতে পুরাতন ভবন ভেঙ্গে বসবাসের জন্য সেমিপাকা একটি বাড়ি নির্মান করার সময় অনেকবার হামলা চালিয়ে ছিল ইসমাইল গং। কিন্তু এলাকাবাসীর তোপেরমুখে সন্ত্রাসী তান্ডব চালাতে ব্যর্থ হয়ে রাতের আধাঁরে তার দলবল নিয়ে আমাদের অগোছরে এমন নেক্কারজনক ঘটনা চালিয়েছে।বর্তমানে আমি ও আমার পরিবার জানমাল নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি, তাই আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।