চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ রাতে বের হয়ে হারবাংনের দিকে যাওয়ার সময় কিছু ডাকাতেরা ডাকাতির উদ্দেশ্য সড়কে ব্যারিকেড দেন।পরে তারা পুলিশের গাড়ি দেখে গুলি ফায়ার করেন।এমতাবস্থায় পুলিশও জানমাল আত্ম রক্ষার্থে গুলি করেন।তবুও ডাকাতেরা গুলি ফায়ার করে-করে তাড়াহুড়া করে কয়েকটি মোটরসাইকেল যোগে চলে যায়।এরপর পুলিশ দেখতে পান একলোক গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে।তখন আহত লোকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ।
তারপর নিহতের পরিচয় শনাক্ত করেন পুলিশ।নিহতের নাাম-মুন্না (২৮),সে হারবাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরবানিয়া ঘোনা এলাকার মাঈন উদ্দিনের ছেলে।
ঘটনাটি গত বুধবার দিবাগত রাত ২টা ২৫মিনিটের সময় বানিয়াছড়ার মহাসড়কের ঢালায় ঘটেছে।
এবিষয়ে চকরিয়া থানা অফিসার ইনর্চাজ (ওসি) জাবেদ মাহমুদ বলেন,উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্ত করার পর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তার বিরুদ্ধে ডাকাতি সহ বহু মামলা রয়েছেন।অবশ্যই এই ঘটনা নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।