জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘেরের স্লুইস গেটের জালে আটকে বশির আহমদ কপিল (৫০) নামে এক মৎস্যচাষীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে চিলখালী ২১ একর চিংড়ি ঘের স্লুইসগেট এঘটনা ঘটেছে।
নিহত-বশির আহমদ কপিল (৫০)উপজেলার বদরখালী ইউনিয়নের মাতারবাড়ি পাড়া এলাকার রফিক আহমদের ছেলে।
সূত্রে জেনেছি,বিভিন্ন এলাকার ১৫জন ব্যবসায়ী চিলখালী এলাকার ২১একর চিংড়ি ঘের বর্গা নেন।ঘটনার রাত ৯টার দিকে স্লুইসগেট পানি ছেড়ে দিতে গিয়ে পা পিছলে পড়ে যান কপিল।পানির স্রোতে ভেসে এক পর্যায়ে জালে আটকা তার মৃত্যু হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন,খবর পেয়ে জালে আটকা পড়া কপিলের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছেন।এই আকস্মিক মৃত্যের বিষয়ে নিহত পরিবার থেকে কোন অভিযোগ না থাকায়,আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।