জিয়াউল হক জিয়া,চকরিযাঃ
কক্সবাজারের চকরিয়ায় ৩০কেজি গাঁজাসহ জাহেদা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন র্যাব-১৫।
মঙ্গলবার (১ আগষ্ট) বিকেল ৪টার সময় উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্হ পাগলিরবিলের মামুনুর রশিদের সার্ভিসিং সেন্টারের সামনে মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশির মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার- জাহেদা বেগম (৪৫) কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব পাহাড়তলি এলাকার আব্দুল লতিফের স্ত্রী। র্যাব-১৫ এক প্রেস ব্রিফিং থেকে জানা গেছে,গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী জাহেদা চট্রগ্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে বাস যোগে কক্সবাজার আসছিলেন।গোপনে সংবাদ পেয়ে চকরিয়ার ডুলাহাজারা এলাকায় চেকপোস্ট বসিয়ে হানিফ পরিবহন যাত্রীবাহী বাস (যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৪-২৫২২) তল্লাশী করে ৩০কেজি গাঁজা উদ্ধার সহ তাকে গ্রেপ্তার করেছেন।
এবিষয়ে চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার প্রতিবেককে জানান,গাঁজা আটককৃত এক নারীকে থানায় হস্তান্তর করেন র্যাব-১৫।তাই রুজুকৃত মামলা দিয়ে ২ আগষ্ট ওই নারীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।