মিজানুর রহমান, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে আব্দুল মোকাররম (৭) ও জান্নাতুল বকেয়া (৪) এবং তাবাসসুম (১৫মাস) নামের তিন শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার(১৮ সেপ্টেম্বর ) দুপুর ১২ টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যার পাড়া আবছারের পুত্র আব্দুল মোকাররম (৭)। এবং বিকেল ৩ টার দিকে দক্ষিন ধুরুং ইউনিয়নের জুলেকা বিবি পাড়ার মো.ইকবালের মেয়ে জান্নাতু বকেয়া (৪) ও সন্ধ্যা ৬ টায় বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনীর ছোটনের মেয়ে তাবাসসুম (১৫মাস) মৃত্যুবরণ করে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, আব্দুল মোকাররম ও জান্নাতুল বকেয়া পৃথক পৃথক স্থানে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির সামনে পুকুরে পানিতে ডুবে যায়। পরে, স্থানীয়রা উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।