মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পরিবহন সংগঠনের নামে চাঁদাবাজি ও হয়রানি:রামু-নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়কে সিএনজি যাত্রীদের দূর্ভোগ চরমে খুটাখালীর মেধেরখালের চর থেকে ভাসামান লাশ উদ্ধার চকরিয়ায় অজগর সাপ উদ্ধারঃঅভয়ারণ্য অবমুক্ত চেয়ারম্যান প্রার্থীকে লক্ষ্য করে সাবেক এমপি বদির গুলি ছোড়ার অভিযোগে সংবাদ সম্মেলন বনভূমিতে স্হাপনা নির্মাণকালে ভেঙে গুড়িয়ে দিলো বন বিভাগ ফ্রি ফায়ার” এ পরিচয়ে খুলনার মেয়ে টেকনাফে বিয়ে;অতঃপর মরদেহ উদ্ধার কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন: নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন পেকুয়ায় লবণ বাচাঁতে গিয়ে বজ্রপাতে দুই চাষির মৃত্যু! কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন:জমে উঠেছে মুজিব-আবছারের ভোটের লড়াই

উত্তরণ মডেল কলেজ, হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৫০ বার পঠিত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন অনুষ্ঠানন থেকে তোলা ছবি।

রিয়াজ উদ্দিন: 

আজ ২৬ মার্চ ২০২৪ খ্রি. সকাল ১১.০০ ঘটিকার সময় পাহাড়ের বুকে প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়া অনন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান উত্তরণ মডেল কলেজ, হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা কলেজেরে একাদশ শ্রেণির শিক্ষার্থী জায়েদ বিন হাসান’র পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ মডেল কলেজ, হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়েরির সভাপতি, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের, মহাপরিচালক, বহু সফল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবের একটি দিন। কারণ স্বাধীনতা একটি জাতির জন্য বহু আকাঙ্ক্ষার বিষয়। ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ৩০ লক্ষ শহিদের রক্ত ও ২ লক্ষ মা—বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আজকের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীনতার মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাঙালি জাতি যখন বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত
হচ্ছে সেখানে একটি গোষ্ঠী অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।
তিনি আরো বলেন, ইতিহাস তার আপন গতিতে চলে, ইতিহাসকে কেউ বিকৃতি করলেও সত্য আপন মহিমায় উদ্ভাসিত হয়। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে জাতিকে উন্নত এবং সমৃদ্ধশালী জাতিতে পরিণত করার আহ্বান জানান। হাজার বছরের আবহমান বাংলার ইতিহাস যেমন গৌরবের তেমনি সংগ্রামের। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমাদের সকলের উচিত মহান স্বাধীনতা যুদ্ধের শহিদদের আত্মত্যাগের মূল্যায়ন করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করা।
উক্ত অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন উত্তরণ মডেল স্কুলের প্রধান শিক্ষক মো: নাছির উদ্দীন।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উত্তরণ মডেল কলেজের প্রভাষক মামুনর রশিদ।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিচারণে দেশের গান ও কবিতা আবৃত্তি করেন তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লিঃ এর নির্বাহী সদস্য, ছৈয়দ করিম, এড. সরওয়ার কামাল, রোটারিয়ান এস এম নজরুল ইসলাম, উত্তরণ মডেল স্কুলের প্রধান শিক্ষক মো: নাছির উদ্দীন, উত্তরণ মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হকসহ তিন প্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু, তাঁর পরিবার এবং মহান স্বাধীনতা যুদ্ধের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন উত্তরণ মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণ মডেল কলেজের প্রভাষক আবদুল জব্বার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs