রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ট্যুরিস্ট পুলিশের অভিযানে ছিনতাইকারী সহ আটক-৮ জনপ্রিয়তায় শীর্ষে তালেব আস্থার প্রতীক টেলিফোন বলছেন উপজেলাবাসী উখিয়ার লাল পাহাড়ে র‍‍্যাবের অভিযানে আরসা’র প্রধান সহ আটক-২ ২১ বছর পর মায়ের মৃত্যুর ক্ষতিপূরণ অনাথ শিশুকে বুঝিয়ে দিলেন ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান! খুটাখালীতে বালু উত্তোলনকারী নাম বাদ দিয়ে নিরহ লোকের নামে অপপ্রচার ছোট মহেশখালী রাহাতজান পাড়া জামে মসজিদের মাইক চুরি একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হতে পারে যেদিন খুটাখালীতে দিনে-দুপুরে ২ ব্যবসায়ীকে ডাকাতিঃমালামার লুট ডি.সি. সাহেবের বলীখেলা শুরু শুক্রবার জেলা জজ আদালতের নতুন পিপি পি.এম.খালীর সৈয়দ রেজাউর রহমান

কক্সবাজার জেলা আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে সাইমুম সরওয়ার কমলের সমর্থনে নৌকার পথসভা অনুষ্ঠিত

রিয়াজ উদ্দিন, কক্সবাজার
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ বার পঠিত
কক্সবাজার জেলা আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে সাইমুম সরওয়ার কমলের সমর্থনে নৌকার পথসভা অনুষ্ঠিত।

রিয়াজ উদ্দিন, কক্সবাজার:

কক্সবাজার জেলা উপকমিটির  সদস্য  অ্যাডভোকেট নাসরীন সিদ্দিকা লিনা, কক্সবাজার আদালত পাড়ার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম ও কক্সবাজার নারী শিশু ট্রাইবুনাল এর স্পেশাল পিপি অ্যাডভোকেট একরামুল হুদার নেতৃত্বে  কক্সবাজার জেলা আইনজীবী সমিতির  নেত্রীবৃন্দ  কক্সবাজার পৌরসভায়  সাইমুম সরওয়ার কমলের  পক্ষে নৌকার প্রচারণায় পথ সভার আয়োজন করে এবং নৌকা প্রতীকের  ভোট প্রার্থনা  করেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল৪টায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতি কার্যালয় থেকে নাসরীন সিদ্দিকা লিনার নেতৃত্বে এপথসভা শুরু হয়।

এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি ), কক্সবাজার নারী শিশু ট্রাইবুনালএর স্পেশাল পিপি অ্যাডভোকেট একরামুল হুদা ও কক্সবাজার জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সকলসদস্যবৃন্দ।

নৌকা প্রতীকের  ভোট প্রার্থনায় অ্যাডভোকেট লিনা  বলেন, আমি আইনজীবীদের সাথে নিয়ে  আপনাদের  নিকট হাজির হয়েছি  বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  সালাম পৌঁছে দিতে এবং সাইমুম  সরওয়ার  কমল ভাই এর  নৌকার  পক্ষে ভোট চাইতে। তিনি আরও বলেন , সাইমুম  সরওয়ার কমল যোগ্য প্রার্থী  বলেই  কক্সবাজার—৩ আসনে  নৌকার মাঝি  হিসেবে  দলীয় মনোনয়ন পেয়েছেন। আপনারা ও নৌকা মার্কায়  ভোট  দিয়ে কমল  ভাইকে  বারবার নির্বাচিত  করেছেন। সাইমুম  সরওয়ার কমল একজন  সুশিক্ষিত  পরিশ্রমী জনবান্ধন  নেতা। তিনি  করোনাকালীন মহামারীতে   জনগনের  পাশে থেকেছেন , করোনায়  মৃত ব্যক্তিদের দাফন কাফনের  ব্যবস্থা  করেছেন, বন্যা দুর্গতদের  কাছে ত্রাণ সামগ্রী  নিয়ে পৌছে গেছেন।  আওয়ামী লীগ সরকারের  উন্নয়ন  চিত্র তুলে ধরতে গিয়ে  কক্সবাজারে রেললাইন চালু করা সম্পর্কে বলেন ,বৃটিশরা যা পারে নি ,পাকিস্তানীরা যা  করেনি ,বাংলাদেশ  জন্মের দীর্ঘ  ৫০ বছর  পর হলেও বঙ্গবন্ধু কণ্যা  তা  করে দেখিয়েছেন। উন্নয়নে  বদলে যাওয়া  কক্সবাজারে  আওয়ামী লীগ সরকারের  বিভিন্ন ভুমিকার চিত্র তুলে ধরে বলেন ,উন্নয়ন এর ধারাবাহিকতা  রক্ষায় আবারও নৌকা  প্রতীকে ভৌট দেয়ার আহবান জানান।

এই পথসভায় কক্সবাজার নারী শিশু ট্রাইবুনাল এর স্পেশাল পিপি অ্যাডভোকেট একরামুল হুদা জানান, সাইমুম সরওয়ার কমল যোগ্য বলেই কক্সবাজার—৩ নৌকার মাঝি হিসেবে আপনাদের জন প্রতিনিধিরুপে আপনারা বার বার বেঁছে নিয়েছেন। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে কমল ভাইকে নির্বাচিত করেছেন। সুশিক্ষিত, পরিশ্রমী, জনবান্ধন নেতা, তিনি বড়দের সম্মান দিতে, ছোটদের স্নেহ করতে জানেন। আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে গিয়ে কক্সবাজারে রেললাইন চালু করা সম্পর্কে বলেনবৃটিশরা যা পারেনি, পাকিস্তানীরা যা করেনি, বাংলাদেশ জনার দীর্ঘ ৫০ বছর পর হলেও কন্যাতা করে দেখিয়েছেন। উন্নয়নে বদলে যাওয়া কক্সবাজারে লীগ সরকারের বিভিন্ন ভূমিকার চিত্রতুলে ধরে বলেন, এর ধারাবাহিকতা রক্ষায় তিনি আবারও নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবানজানান।

পথসভায় আরো বক্তব্য রাখেন কক্সবাজার আদালত পাড়ার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম, অ্যাডভোকেট ফয়সাল,অ্যাডভোকেট বেলালসহ কক্সবাজার জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সকল সদস্যরা।

আইনজীবীদের  এই পথসভা জেলা প্রশাসকের কার্য্যালয় থেকে শুরু করে লালদিঘীর পাড় হয়ে বাস থার্মিনাল, কলাতলী,হলিডে মোড়, সমিতি পাড়ায় শেষ হয়। প্রায় অর্ধশত আইনজীবী এই পথসভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs