শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় সাংবাদিক শাহ আলমের উপর হামলা ও রাইচমিল লুটের ঘটনায় দুই মামলা আসামি হলেই গ্রেপ্তার নয়, মানতে হবে নতুন নির্দেশনা কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার

সৃষ্টির কল্যাণ প্রত্যাশায় কাজ করবে দৈনিক রূপালী সৈকত – ফজলুল কাদের চৌধুরী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৬৯ বার পঠিত

সরওয়ার সাকিব:

কক্সবাজার জেলায় প্রকাশিত দৈনিক রূপালী সৈকত পত্রিকার সংবর্ধনা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ সেপ্টেম্বর সকালে দৈনিক রূপালী সৈকতের নিজস্ব কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক এবং কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দৈনিক রূপালী সৈকতের নবনিযুক্ত উপদেষ্টা সম্পাদক জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হাশেম, ব্যবস্থাপনা সম্পাদক মুকিম খান,বার্তা সম্পাদক এসএম জাফর,সিনিয়র সহ সম্পাদক নুরুল আমিন সিদ্দিকী,নুরুল হোসাইন, শেফাইল উদ্দিন, মো: কায়েস উদ্দিন, হায়দার নেজাম সহ পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এসময় পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হাশেম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,একজন সংবাদকর্মী প্রধান অস্ত্র কলম আর সেই কলমের লেখনী দিয়ে দেশ ও সমাজের কল্যান এবং অন্যায়ের প্রতিবাদ করার আহ্বান জানান।

নবনিযুক্ত উপদেষ্টা সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, দৈনিক রূপালী সৈকত দীর্ঘদিন ধরে সুনাম বজায় রেখে সংবাদ প্রকাশ করে আসছে তা দেখে আমি মুগ্ধ। তাই কক্সবাজারে এমন একটি পত্রিকার উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পেয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে। সকলকে সাথে নিয়ে কাজ করবেন বলে প্রত্যই ব্যক্ত করেন।

দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক এবং কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে সৃষ্টির কল্যাণ প্রত্যাশায় কাজ করছে দৈনিক রূপালী সৈকত এবং সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, আমার বয়স ৭৩ পার হল হয়ত আর বেশি দিন বাঁচব না, আগামী বছরে প্রতিনিধি সম্মেলনে উপস্থিত হতে পারব কিনা তাও জানি না তবে সকলের কাছে অনুরোধ করছি আমার প্রাণ প্রিয় পত্রিকা দৈনিক রূপালী সৈকতকে বাঁচিয়ে রাখবেন। পত্রিকা মাধ্যমে আপনাদের মাঝে বেঁচে থাকব আজীবন।

সভা পরবর্তীতে পত্রিকার নবনিযুক্ত উপদেষ্টা সম্পাদক জাহাঙ্গীর আলমকে রঙিন ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।এছাড়া ২০২২-২৩ সালে সেরা সংবাদদাতা বিবেচনায় চকরিয়া উপজেলায় কর্মরত স্টাফ রিপোর্টার জিয়াউল হক জিয়া কে সম্মাননা স্মারক প্রদান করা হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs