শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরহাদকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, কক্স—মিডিয়া এসোসিয়েশনের নিন্দা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৬১ বার পঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:
জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বিবার্তার জেলা প্রতিনিধি, দৈনিক আজকের দেশবিদেশ ও রুপালী সৈকত পত্রিকার চীফ কম্পিউটার ইনচার্জ আব্দুল্লাহ আল ফরহাদকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (স্থানীয় পত্রিকায় কর্মরত কম্পিউটার অপারেটরদের সংগঠন) কক্স—মিডিয়া এসোসিয়েশন। নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। গতকাল শুক্রবার (১২ জুলাই) সংগঠনের সাধারণ সম্পাদক সুজন ও সাংগঠনিক সম্পাদক হাশেমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। নেতৃবৃন্দ জানান, দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কর্মবিরতিসহ আরো নানা কর্মসূচি ঘোষণা করা হবে।

গত ২৬ মে কক্সবাজার সদর মডেল থানায় এই মিথ্যা মামলাটি দায়ের করেন অজুফা (৩০) নামের এক মহিলা। পুলিশ কোন রকম যাচাই বাছাই না করে মামলাটি আমলে নিয়ে তাঁকে বিভিন্ন ধরনের হয়রানি করে আসছে। মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৪ মে (শুক্রবার) রাত ১১টার সময় অজুফা বেগমের বাড়িতে ডুকে ধর্ষনের চেষ্টা করেন তিনি। অথচ সিসিটিভি ক্যামেরার ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ঐদিন রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকা অফিসে তাঁর নিয়মিত কাজে ব্যস্ত ছিলেন। একজন মানুষ একই সময়ে দুই জায়গায় কিভাবে অবস্থান করে, এটি আমাদের প্রশ্ন? চক্রান্ত করে একটি চক্র তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মামলাটি দায়ের করেছে।

তাঁরা আরো জানান, ইতিমধ্যে আমাদের সংগঠনের সদস্যদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, অত্যাচার হয়েছে। আজ ফরহাদকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, কাল অন্যজনকে ফাঁসাবে। সুতরাং আমরা আর চুপ থাকব না। দ্রুত এ মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কর্মবিরতিসহ আরো নানা কর্মসূচি ঘোষণা করা হবে।

একটি সূত্র জানায়, মিথ্যা মামলা করতে কক্সবাজার সদর মডেল থানার এসআই শেখ সজিব ওই মহিলাকে সহায়তা করেছে। মিথ্যা মামলা দায়ের করায় অজুফা বেগমকে গ্রেপ্তারের দাবিও জানান সংগঠনের নেতারা। এদিকে ফরহাদকে মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। সেসাথে দ্রুত ঘটনার সুষ্ট তদন্তপূর্বক মামলা প্রত্যাহারের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs