নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার একান্ত সহকারী রাশেদুল ইসলাম ও তার এক বন্ধুর উপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসি। বুধবার রাত ৯টার দিকে কক্সবাজার পৌরসভা কার্যালয়ে সংঘবদ্ধ এই হামলার ঘটনা ঘটে।
শহরের উত্তর নুনিয়াছড়ার বদিউল আলম ওরফে বদাইয়া নামের এক ভূমিদস্যু এই হামলায় নেতৃত্ব দেয়। হামলায় একজন গুরুতর আহত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঘটনায় বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই অভিযোগে দাবি করা হয়, বদিউল আলমের নেতৃত্বে ওই হামলায় অংশ নেয় বাহার ছড়া এলাকার জালাল উদ্দিন ও উত্তর নুনিয়াছড়ার মোঃ আরিফসহ ৫/৬ জন অজ্ঞাতনামা সন্ত্রাসি।
অভিযোগে রাশেদুল ইসলাম জানান, কক্সবাজার শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকায় তার ছোট বোনের একটি জমি রয়েছে। ওই জমি বিক্রি করার জন্য দালালি করতে চেয়েছিলেন বদিউল আলম। কিন্তু তার সাথে দাম নিয়ে বনিবনা না হওয়ায় বদিউল আলমের মাধ্যমে সেই জমি বিক্রি করতে অনীহা প্রকাশ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার রাতে পৌরসভা কার্যালয় থেকে বের হওয়ার সময় ওই সন্ত্রাসিরা হামলা চালায়।