।। এম আর আয়াজ রবি।।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের আওতাধীন মেধা বৃত্তি পরীক্ষা ককসবাজারের উখিয়া অঞ্চলের পরীক্ষা, উখিয়ার রত্না পালং রফিক একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
শনিবার (২১-ডিসেম্বর) বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আওতাধীন, কক্সবাজারের উখিয়া অঞ্চলে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত উখিয়ার প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের নিয়ে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় পর্যবেক্ষণ করছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ কে এম নূরুল বশর সুজন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক আয়াজ রবি, উক্ত কমিটির আহবায়ক ও রফিক একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ শামশুল ইসলাম, সদস্য সচিব আকতার হোসন সিকদার, বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য আবুল হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, নাজমুল হাসান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল হোসেন সিরাজী, ভালুকিয়া পালং হাইস্কুলের প্রধান শিক্ষক লুৎফুর রহমান মানিক, চাকবৈঠা হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুল খালেক, রুমখা পালং হাইস্কুলের প্রধান শিক্ষক নূরুল আমিন, নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম হাইস্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, উত্তর বড় বিল হাই স্কুলের প্রধান শিক্ষক সাদ্দাম হোসেন, উখিয়া ইন্টার ন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম সর্ণামত, থাইংখালী হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, ঘুমধুম হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার ইসলাম, উখিয়া হাইস্কুলের সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান, উখিয়া উপজেলা পোষ্ট মাষ্টার এস,এম জসিম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃত্তি পরীক্ষা পর্যবেক্ষণ করে জাতীয় পর্যায়ের একটি বৃত্তি পরীক্ষা উখিয়ায় অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
আগামীতে বৃহৎ আঙ্গিকে, আরো কলেবর বৃদ্ধি করে বৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত করার বিষয়ে সবাই একমত পোষণ করেন।