মুহাম্মদ এমরান, লামা(বান্দরবান)প্রতিনিধি:
The Red July এর বান্দরবান জেলা কমিটি গঠন করা হয়েছে। মোঃ আরমানুল ইসলাম নয়নকে আহ্বায়ক ও মোঃ আসিফ ইকবালকে সদস্য সচিব করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
০৩-০৩-২০২৫ ইং The Red July এর আহ্বায়ক শাহরিয়ার রহমান সাদ এবং সদস্য সচিব মোঃ সজিব হোসাইন সাক্ষরিত অফিসিয়াল পেইজে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
The Red July এর কিছু পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে কাজ করতেছে। তাদের পরিকল্পনা গুলো হচ্ছে, বাংলাদেশের ৬৪ জেলায় একযোগে আলোকচিত্র প্রদর্শনী। সুযোগ থাকলে দেশের বাইরেও আলোকচিত্র প্রদর্শনী করা, The Red July নামে ৩৬ খন্ডের বই লেখা, শহিদদের সঠিক সংখ্যা ও তালিকা প্রকাশ করা, জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক, কেন্দ্রীয়ভাবে, আহতদের সঠিক সংখ্যা ও তালিকা প্রকাশ করা, রক্তদানের মত কাজ করা, দারিদ্রদের বিভিন্ন সাহায্য সহযোগিতা করা, বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থাকা, শিক্ষার্থীদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা করা, সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করা, প্রতিদিন রাত ৮ টায় টকশোর আয়োজন করা, যোদ্ধাদের গল্পগুলো ভিডিও আকারে সংরক্ষণ করা, জুলাইয়ের ছবি, ভিডিও, গ্রাফিতি, নাটক, গান, কবিতা, লেখা ইত্যাদি সংগ্রহ করা, সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো ওয়েবসাইট, বই ও ইউটিউব এর মাধ্যমে সংরক্ষণ করা।
এবং The Red July এর কিছু নিয়মিত কার্যক্রম রয়েছে। তা হলো, জুলাইয়ের দিনলিপি পোস্ট করা প্রতিদিন সকাল ১০ টায়, সকাল ১১ টায় একজন শহিদদের গল্প পোস্ট করা, দুপুর ১২ টায় একজন সন্ত্রাসীর তথ্য প্রকাশ করা, প্রতিদিন রাত ৮ টায় লাইভ করা, শিক্ষার্থীদের জন্য ফ্রি ক্লাস প্রতিদিন সন্ধ্যা ৬ টায়, শহিদদের তালিকা পোস্ট করা, গ্রাফিতি পোস্ট করা রাত ১০ টায়, স্থিরছবি পোস্ট করা রাত ১১ টায়, ডকুমেন্টারি পোস্ট করা।
বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক মোঃ আরমানুল ইসলাম নয়ন বলেন, আমি মনে করি এটা কেবল পদ নয়। এটা একটা দায়িত্ব। বিশ্বাস এবং ভরসা করে যে দায়িত্বটা দোওয়া হয়েছে, সর্বোচ্চ চেষ্টা করবো সেটা পালন করার। বান্দরবান জেলার মানুষের মৌলিক অধিকারের জন্য প্রতিবাদ করেই যাব। স্বেচ্ছাসেবক হিসেবে বান্দরবান জেলার মানুষের পাশে থাকবো।
সদস্য সচিব মোঃ আসিফ ইকবাল বলেন, জুলাই বিপ্লবের স্মৃতি গুলো সংরক্ষণ ও বিস্তারের লক্ষ্যে কাজ করবো এবং আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে ইনশাআল্লাহ আমরা তা সঠিক ভাবে পালন করবো।