কক্সবাজারের পেকুয়ায় বিষাক্ত সাপড়ের কামড়ে অটোরিকশা চালক মুহাম্মদ রুবেল (৩৩) নামের যুবকের মৃত্যু হয়েছে।
গত রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের কইড়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত-মুহাম্মদ রুবেল (৩৩) ওই এলাকার নুরুল আলমের ছেলে। পেশায় সে অটোরিকশা চালক।
নিহতের স্ত্রী শাহজান বেগম বলেন,রাত ১টার দিকে রুবেলের মোবাইলে কল আসলে,সে মোবাইল নিয়ে বাড়ীর উঠানে বের হয়ে কথা বলে।যাতে বাচ্চাদের ঘুম না ভাঙ্গে।বিদেশ যাওয়ার জন্য ভিসা সংক্রান্ত বিষয় বিদেশে থাকা তার এক বন্ধুর সঙ্গে কথা বলছিল। কথা শেষ করে ঘরে ঢুকার সময় দরজার পাশে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ রুবেল বা স্বামীর পায়ের আঙ্গুলে কামড় দেয়।তখন বিষের যন্ত্রণায় রুবেল চিৎকার করলে,বাড়ীর সবাই দৌঁড়ে এসে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক হালকা চিকিৎসা দিয়েই,চমেক হাসপাতালে রেফার করেন।পরে চমকে পৌঁছলে চিকিৎসক রুবেলকে দেখে মৃত ঘোষণা করেন।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান বলেন,রাত আড়াইটার দিকে সাপেকাটা একজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়।এসময় তার শারিরীক অবস্হা খুবই খারাপ।তাই প্রাথমিক চিকিৎসা শেষে চমকে রেফার করি।কেননা সাপে কাটার পরপর রোগী হাসপাতালে না এনে বৈদ্য-ওজা নিয়ে সময় কাটিয়ে ফেলেছে।