শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আসামি হলেই গ্রেপ্তার নয়, মানতে হবে নতুন নির্দেশনা কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি গুরুতর  আহত

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা
  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৫ বার পঠিত
আবদুর রশিদ , নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশী গুরুতর   আহত হয়েছেন।
শনিবার (১ মার্চ) বিকেল পৌনে  ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনস্থ নিকুনছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত ৪২ পিলার এর মিয়ানমার অভ্যান্তরে সীমান্তবর্তী জঙ্গলে পুঁতে রাখা স্থল মাইনটি বিস্ফোরিত হয়ে আনসার-ভিডিপির সদস্য মুহাম্মদ নুরুন্নবী (৪৮) গুরুতর আহত  হয়েছে।
আহত ব্যাক্তি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের ছেলে মুহাম্মদ নুরুন্নবী।
তিনি আনসার ভিডিপির একজন সদস্য বলেও সূত্রে জানাযায়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
 সন্ধ্যায় স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী  জানান, বিকেলে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিপি’র অধিনস্থ নিকুছড়ি  সংলগ্ন ৪২ সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের ভেতর স্থল মাইন পুঁতে রাখা ল্যান্ড  মাইনটি বিস্ফোরিত হয়ে নুরুন্নবী নামে  ১ জন বাংলাদেশি গুরুতর আহত হয়।  তাকে এলাকাবাসী সহযোগিতায়  উদ্ধার করে সুচিকিৎসার জন্য কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মেডিকেল সান্স ফ্রন্ডার(এম এস এফ) হাসপাতালে নেওয়া হয়েছে এবং সে একজন আনসার ভিডিপির সদস্য বলে জানা গেছে। সে পুরোপুরি সুস্থ হলে   তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কারন সে একজন সরকারী আইনশৃঙ্খলা বাহিনী সদস্য।
স্থানীয়রা জানান,  শনিবার বিকেলে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের  হামিদিয়া পাড়ার সংলগ্ন সীমান্তের ৪২ পিলার এলাকায় পাখি শিকার করতে গিয়ে মিয়ানমারে অভ্যান্তে পুঁতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরিত হয়ে নুরুন্নবী নামে এক ব্যাক্তি গুরুতর আহত হয়। তারা জানান, নুরুন্নবী একজন আনসার ভিডিপির নিয়মিত একজন সরকারী আইনশৃঙ্খলা বাহিনী  সদস্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs