শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আসামি হলেই গ্রেপ্তার নয়, মানতে হবে নতুন নির্দেশনা কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান

মহেশখালীতে এনজিও কর্মীকে গুলি করে টাকা ছিনতাই

হ্যাপী করিম,মহেশখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ বার পঠিত

হ্যাপী করিম,মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীর শাপলাপুরে সশস্ত্র সন্ত্রাসী চক্র এক এনজিও কর্মীকে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই করেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শাপলাপুর জেএম ঘাট ঢালু এলাকায় সন্ত্রাসীদের কবলে পড়েন এ এনজিওকর্মী। তিনি মাঠপর্যায়ে ঋণের টাকা সংগ্রহ করে অফিসে ফিরছিলেন।

আহত এনজিওকর্মী হলেন- মোহাম্মদ কাউছার শেখ। তিনি শেরপুরের নগরকান্তা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর বগনাথপুর গ্রামের আবদুল আজিজ শেখের ছেলে। তিনি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) শাপলাপুর শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।

স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে বদরখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন।

রিকের চট্টগ্রাম জোনাল ম্যানেজার মোহাম্মদ হারুন জানান, প্রতিদিনের মতো আজও মাঠপর্যায়ে ঋণের টাকা সংগ্রহ শেষে অফিসে ফিরছিলেন কাউছার শেখ। সন্ধ্যায় শাপলাপুরের জেএম ঘাট ঢালু এলাকায় পৌঁছালে আগেই ওৎ পেতে থাকা একদল সংঘবদ্ধ সন্ত্রাসী তার গতিরোধ করে। সন্ত্রাসীরা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে কাউছার শেখ পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। এর পর তার সঙ্গে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, জেএম ঘাট ঢালুসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক অপরাধী চক্র সক্রিয়। তারা সন্ধ্যার পর বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটায়।

স্থানীয় ব্যবসায়ী আবদুল করিম বলেন, এ এলাকায় সন্ধ্যার পরেই আতঙ্ক সৃষ্টি হয়। ছিনতাই-ডাকাতির ঘটনা নিয়মিত ঘটলেও প্রশাসনের তেমন তৎপরতা দেখা যায় না। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। প্রশাসনের তৎপরতা বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs