রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্যানোয়া নিউজের প্রধান প্রতিবেদকের দায়িত্ব পেলেন সরওয়ার সাকিব মাদকাসক্ত ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধু খুন! চকরিয়ার খুটাখালী কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন-সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার সাংবাদিক কল্যাণ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মীরসরাইয়ে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে পথচারী নিহত শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সংরক্ষিত বনের পাশে বালু মহাল ইজারা না দিতে আইনি নোটিশ। মহেশখালীতে ফ্রি ফায়ার গেইম খেলতে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে এক শিশু’র আত্মহত্যা! রামু সমিতির ইফতার ও শহীদ শিহাব কবির নাহিদ স্বরণে দোয়া মাহফিল অনুষ্টিত

কক্সবাজারকে ছিনতাইমুক্ত করতে নানা উদ্যোগ গ্রহণ: অতিরিক্ত ডিআইজি (ট্যুরিস্ট) মো: আপেল মাহমুদ।

রিয়াজ উদ্দিন
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ বার পঠিত

রিয়াজ উদ্দিন:

পর্যটন শহর কক্সবাজারকে ছিনতাইমুক্ত করতে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ ইতিমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে।  কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক মেহেদী পত্রিকার নতুন অফিস উদ্বোধন ও বার্ষিক মিলনমেলায় তিনি এসব কথা জানান।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার শহরের চম্পা তলী গ্রীণ ভ্যালী’র ৪র্থ তলায় নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে ১ম অধিবেশন শুরু হয়। পরবর্তীতে দরিয়া নগর পার্কে ২য় অধিবেশনে মিলনমেলা অনুষ্ঠিত হয়। আয়োজিত এ নতুন অফিস উদ্বোধন ও মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি (ট্যুরিস্ট) মো: আপেল মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি, সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন দৈনিক মেহেদীর প্রধান সম্পাদক ও প্রকাশক মো. জসিম উদ্দিন কিশোর, এবং সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক মো. নাজিম উদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-সম্পাদক ছুরুত আলম কোম্পানি।

অনুষ্ঠানে দৈনিক মেহেদী পরিবারের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে সংবাদ প্রতিনিধিদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দৈনিক মেহেদী পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন। এরমধ্যে পরিচালক মো. আনোয়ার ইসলাম হিরু, এসাইনমেন্ট সম্পাদক শাহীন মাহমুদ রাসেল, পরিচালনা সম্পাদক মো. মনছুর আলম, চীফ রিপোর্টার মো. মনছুর আলম, নিজস্ব প্রতিবেদক মো. সাখাওয়াত হোসেন, সহকারী চিফ রিপোর্টার ইয়াসিন আরাফাত, বিশেষ প্রতিনিধি তাহজিবুল আনাম, স্টাফ রিপোর্টার আবু বক্কর সিদ্দিক, নিজস্ব প্রতিবেদক (ঈদগাঁও) সাইমন সরওয়ার কায়েম, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি মো. হাবিবুর রহমান, ফটো সাংবাদিক রবিউল হাসান, পেকুয়া রিপোর্টার রেজাউল করিম, ক্রাইম রিপোর্টার এনামুল হক, পর্যটন রিপোর্টার আজিজুল হাকিম, রামু প্রতিবেদক রবিউল আলম, পেকুয়া শিক্ষানবিশ রিপোর্টার মোহাম্মদ আরকান প্রমূখ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নিউজ ভিশনের সম্পাদক রফিকুল ইসলাম, কক্সবাজার ৭১ এর নির্বাহী সম্পাদক স.ম. ইকবাল বাহার চৌধুরী, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি সাহেদ ফেরদোউস হিরু, দৈনিক আপন কন্ঠের বার্তা সম্পাদক মো: আরমান, দৈনিক দেশ বাংলার মোহাম্মদ মুন্না, দৈনিক সাগর দেশের স্টাফ রিপোর্টার হাসিবুল ইসলাম সুজন, দৈনিক রূপালী সৈকতের রিয়াজ উদ্দিন, আরাফ মোটরস এর সত্ত্বাধিকারী জরিপ আলী, জেলা যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শেখর সহ আরো অনেকে।

দিনব্যাপী এ অনুষ্ঠানে অতিথিরা পত্রিকার কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরে এক প্রাণবন্ত মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

দৈনিক মেহেদীর পরিবার আশাবাদ ব্যক্ত করে যে, পত্রিকাটি আগামীতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা বজায় রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs