শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্ত ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধু খুন! চকরিয়ার খুটাখালী কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন-সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার সাংবাদিক কল্যাণ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মীরসরাইয়ে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে পথচারী নিহত শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সংরক্ষিত বনের পাশে বালু মহাল ইজারা না দিতে আইনি নোটিশ। মহেশখালীতে ফ্রি ফায়ার গেইম খেলতে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে এক শিশু’র আত্মহত্যা! রামু সমিতির ইফতার ও শহীদ শিহাব কবির নাহিদ স্বরণে দোয়া মাহফিল অনুষ্টিত  সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মুল সম্ভব -বাইশারীতে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় পুলিশ সুপার কাওছার

রাঙামাটিতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পঠিত
সংবাদ বিজ্ঞপ্তি:
রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কার্যালয়ের মিলনায়তনে এক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মোবারক হোসেন।
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫- এ রাঙামাটির দশটি উপজেলায় মোট ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ।
তিনটি ক্যাটাগরিতে ক গ্রুপ-পবিত্র কুরআন শরীফের পূর্ণাঙ্গ ৩০ পারা, খ গ্রুপ পবিত্র কুরআনের বিশ পারা এবং গ গ্রুপে পবিত্র কুরআনের দশ পারার জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ৭০ জন থেকে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় এই তিনটি ক্যাটাগরিতে তিনজন করে নয়জন বিজয়ী হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মোবারক হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক ও উৎসাহপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরো বৃদ্ধি ও অধিক অংশগ্রহণমূলক করার প্রতি গুরুত্বারোপ করেন।
রাঙামাটি ইফা’র উপ-পরিচালক বলেন, আজকের জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. আলী আহসান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলার সুপারভাইজার মো. আবু বক্কর ফিল্ড, কাপ্তাই উপজেলার সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিন ফিল্ড, নানিয়ারচর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. মইনুল আলম মুবিন, কাউখালী উপজেলার ফিল্ড সুপারভাইজার জয়নুল আবেদিন, লংগদু উপজেলার ফিল্ড সুপারভাইজার মোজাম্মেল হক, জেলার বিভিন্ন হেফজখানর পরিচালক বৃন্দ, মডেল মসজিদের ইমাম গণ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিযোগী শিক্ষার্থীরা। সবশেষে সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs