নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মো. ফাতিন মুসতাহসিন বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে লেফটেন্যান্ট কমিশন লাভ করেছেন। তিনি ৮৭ বিএমএ লং কোর্স থেকে তিন বছরের কঠোর প্রশিক্ষণ শেষে গত ৩ ডিসেম্বর ২০২৪ কমিশন অফিসার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে নিযুক্ত হন। তিনি ৪০ ইধহমষধফবংয ওহভধহঃৎু জবমরসবহঃ (ইওজ), পদাতিক কোর এ মনোনীত হয়ে বগুড়া ক্যান্টনমেন্টে যোগ দিতে যাচ্ছেন।
লেফটেন্যান্ট ফাতিন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। ছাত্র জীবনে তিনি বহুধা প্রতিভার বিকাশ ঘটান। তিনি গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা, ভাষাযোগ, খেলাধূলাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে অংশ গ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত বন্ধুসুলভ এবং সামাজিক দায়িত্ব সম্পন্ন মানুষ।
কক্সবাজার শহর বেড়ে ওঠা ফাতিন এর গ্রামের বাড়ি ফেনী জেলার দাগন ভূঁইয়া উপজেলার পূর্ব চন্দ্র পুর ইউনিয়নে। তার পিতা কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য সিনিয়র শিক্ষক মো. আবু তৈয়ব ও মা বিলকিস সুলতানা। দেশের জনগণের আস্থারস্থল সেনাবাহিনীর সাথে ছেলেকে যুক্ত করতে পেরে বাবা—মা উভয়ে গর্বিত। তারা লেফটেন্যান্ট ফাতিনের আরও সাফল্য ও উচ্চ মর্যাদার জন্য সকলের দোয়া কামনা করেন। তার একমাত্র বড় ভাই মোহাম্মদ ফাহিম মুসতাহসিন সম্প্রতি বিএসসি অনার্স ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং শেষ করেছে।
উল্লেখ্যঃ লেফটেন্যান্ট ফাতিন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট থেকে বেসিক প্যারা কোর্স বা বিপিসি সম্পন্ন করেন।