শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শহরের সরকারি সেবামূলক ছয়টি অফিসের সামনে দুদকের অভিযোগের বুথ

হায়দার নেজাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৪০৬ বার পঠিত
হায়দার নেজাম:
সাম্প্রতিক সময়ে কক্সবাজারে ব্যাংক, হাসপাতাল, সরকারি-বেসরকারি এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ঘুষের লেনদেন ছাড়াও সাধারণ মানুষকে হয়রানি অস্বাভাবিকভাবে বেড়েছে। এসব কিছু বিবেচনায় নিয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ঘুষ, দুর্নীতি বন্ধ এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। শহরের সরকারি সেবামূলক ছয়টি অফিসের সামনে তারা স্থাপন করেছে অভিযোগ গ্রহণ বুথ। এসব বুথে জমা পড়া অভিযোগ নিয়ে আগামী ১১ অক্টোবর হবে গণশুনানি।
সোমবার থেকে বসানো হয়েছে এই অভিযোগ গ্রহণের বুথ গুলো । একইভাবে দুদকের পক্ষ থেকে বুথ বসানো হয়েছে , কক্সবাজার পৌরসভা অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, কর অফিস, ভ্যাট অফিস, জেলা সদর হাসপাতাল, পাসপোর্ট অফিসসহ সরকারি সেবামূলক অন্য অফিসগুলোর সামনেও। বুথে কক্সবাজার জেলা সদরে অবস্থিত যে কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানে ঘুষ লেনদেন অথবা হয়রানির শিকার হলে অভিযোগ জমা দিতে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে দুদক।
সকালে কক্সবাজার পৌরসভা অফিসের সামনে গিয়ে দেখা গেছে, ওই অফিসে হয়রানির ও অন্যান্য সরকারী অফিসে শিকার লোকজন অভিযোগ করার জন্য দুদকের বুথে ভিড় করছেন। তবে অধিকাংশ অভিযোগকারীই নিজের নাম দিয়ে অভিযোগ করতে চাচ্ছেন না পরবর্তী সময়ে হয়রানির ভয়ে। কক্সবাজার পৌরসভার সামনে বসানো বুথে দায়িত্বরত দুদকের উপ-সহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল জানান , অভিযোগ দিতে সাধারণ মানুষের মোটামুটি সাড়া পাওয়া যাচ্ছে তিনি আশাবাদী সামনে আরও অনেক অভিযোগ জমা পড়বে।
দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিনের কাছে জানতে চাওয়া হয় কোন বিষয়ে বেশি অভিযোগ পাচ্ছেন? উত্তর রূপালী সৈকত কে তিনি জানান ভূমির বিষয়ে বেশী অভিযোগ রয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন ‘আগামী ১১ অক্টোবর কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ সুভাষ হলে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হবে। এ গণশুনানিকে সামনে রেখে জেলা শহরের সেবামূলক সরকারি প্রতিষ্ঠানগুলোর সামনে অভিযোগ গ্রহণের বুথ স্থাপন করা হয়েছে; যাতে সাধারণ মানুষ সহজে অভিযোগ করতে পারেন। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিংয়ের পাশাপাশি জনবহুল এলাকাগুলোতে পোস্টার লাগানো হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs