কক্সবাজারের চকরিয়ার সাইদুল হক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ লিয়াকত আলীকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-৭।
গত সোমবার বিকেলে চট্টগ্রামের পাঁচলাইশ থানার ২নম্বর গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার-লিয়াকত চকরিয়া উপজেলার মানিকপুর ইউনিয়নের বাজারপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
জানা যায়, ১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর মানিকপুর ইউনিয়নের বাজারপাড়া এলাকায় ক্যারামবোর্ড খেলা নিয়ে বাকবিতন্ডার জেরে প্রতিপক্ষের লোকজন সাঈদুল হককে কাঠের বাটাম দিয়ে পিঠিয়ে হত্যা করেছিল।এ ঘটনায় নিহতের পিতা শামসুল আলম বাদী হয়ে চকরিয়া থানায় ৬জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।ওই মামলায় লিয়াকত ছাড়া সবাই গ্রেফতার হয়েছিল।
মামলাটিতে তদন্তকারী কর্মকর্তা ৬ আসামীর মধ্যে লিয়াকত আলীসহ তিনজনের বিরুদ্ধে চার্জশীট আদালতে প্রেরণ করেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকতকে যাবজ্জীবন ও অপর দুই আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। অপর দুই আসামী সাজা ভোগ করলেও লিয়াকত পলাতক ছিলেন।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লিয়াকতকে দীর্ঘ ২৮বছর খুঁজছিল প্রশাসন।অবশেষে ১মে র্যাব-৭ এর হাতে ধরা পড়েন লিয়াকত।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, র্যাব-৭ লিয়াকতকে চট্রগ্রামের চন্দনাইশ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরে তাকে থানায় হস্তান্তর করেন। মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।