
মঈন উদ্দিন মুরাদ :
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া কক্সবাজার সদরের খুরুশকুলের খোরশেদ আলম বহদ্দারের মালিকানাধীন এফবি রামিম এর ১৭ জন মাঝি- মাল্লার ১৬ দিনেও কোনো সন্ধান মেলেনি। ট্রলার মালিক খোরশেদ আলম জানান, গত ২০ অক্টোবর সাগরের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকাকালীন সময়ে সাগরে মাছ ধরতে যায় তাঁর মালিকানাধীন এফবি রামিম,যার রেজিষ্ট্রেশন নাম্বার ১১১৭৫ ।সাধারণত,একটি ফিশিং বোট ১০/১১ দিন সাগরে অবস্হান করে ফিরে আসে।কিন্তু আমার ট্রলারটি ১৬ দিন ধরে নিঁখোজ রয়েছে। তিনি বলেন,ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের মৎসজীবিদের নিয়ে সাগরের বিভিন্নস্হানে খোঁজাখুঁজি করার পরও কোন ধরনের হদিস না পেয়ে সর্বশেষ কক্সবাজার সদর মডেল থানায় নিখোঁজ ট্রলার ও মাঝি মল্লার নিখোঁজের বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করি।খুরুশকুল বোট মালিক সমিতির সহ সভাপতি, শাকের উল্লাহ কোম্পানি জানান,খুরুশকুল কাউয়ার পাড়ার খোরশেদ আলম বহদ্দারের মালিকানাধীন এফবি রামিম,প্রায় ১৬ দিন ধরে নিঁখোজ রয়েছে, আমরা স্হানীয় বোট মালিক সমিতির আওতাধীন যে সকল ফিশিং বোট সাগরে অবস্হান করছে তাদের সাথে যোগাযোগ করেছি, তাঁরাও নিখোঁজ বোটের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে,পাশাপাশি নিঁখোজ বোটের সন্ধানে কোস্ট গার্ডদের সহযোগিতা কামনা করেন এই বোট মালিক সমিতির নেতা।
নিখোঁজ জেলেরা হলেন, মিজান মাঝি,
বেলাল,আমির আলী ড্রাইভার, মোঃ নাছির,বেক্কা,মাহমুদুল মাদু,খোকন,আজিজ,মোঃ মিয়া,আজিজুল হক,এহসান,ছৈয়দ, আব্দুল্লাহ,কাশেম,রিয়াজ উদ্দিন। নিখোঁজ হওয়া জেলেদের বাড়ি কক্সবাজার সদরের খুরুশকুল।
এ জাতীয় আরো খবর..