শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬ দিনেও খোঁজ মেলেনি সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া খুরুশকুলের খোরশেদ বহদ্দারের মালিকানাধীন এফবি রামিম; প্রশাসনের সহযোগী কামনা

মঈন উদ্দিন মুরাদ
  • আপডেট টাইম : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩২৯ বার পঠিত
মঈন উদ্দিন মুরাদ :
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া কক্সবাজার সদরের খুরুশকুলের খোরশেদ আলম বহদ্দারের মালিকানাধীন এফবি রামিম এর  ১৭ জন  মাঝি- মাল্লার ১৬ দিনেও কোনো সন্ধান মেলেনি। ট্রলার মালিক খোরশেদ আলম জানান, গত ২০ অক্টোবর সাগরের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকাকালীন সময়ে সাগরে মাছ ধরতে যায় তাঁর মালিকানাধীন এফবি রামিম,যার রেজিষ্ট্রেশন নাম্বার ১১১৭৫ ।সাধারণত,একটি ফিশিং বোট ১০/১১ দিন সাগরে অবস্হান করে ফিরে আসে।কিন্তু আমার ট্রলারটি ১৬ দিন ধরে নিঁখোজ রয়েছে। তিনি বলেন,ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের মৎসজীবিদের নিয়ে সাগরের বিভিন্নস্হানে খোঁজাখুঁজি করার পরও কোন ধরনের হদিস না পেয়ে সর্বশেষ কক্সবাজার সদর মডেল থানায় নিখোঁজ ট্রলার ও মাঝি মল্লার নিখোঁজের বিষয়ে  কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করি।খুরুশকুল বোট মালিক সমিতির সহ সভাপতি, শাকের উল্লাহ কোম্পানি জানান,খুরুশকুল কাউয়ার পাড়ার খোরশেদ আলম বহদ্দারের মালিকানাধীন এফবি রামিম,প্রায় ১৬ দিন ধরে নিঁখোজ রয়েছে, আমরা স্হানীয় বোট মালিক সমিতির আওতাধীন যে  সকল ফিশিং বোট সাগরে অবস্হান করছে তাদের সাথে যোগাযোগ করেছি, তাঁরাও নিখোঁজ বোটের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে,পাশাপাশি নিঁখোজ বোটের সন্ধানে  কোস্ট গার্ডদের  সহযোগিতা কামনা করেন এই বোট মালিক সমিতির নেতা।
নিখোঁজ জেলেরা হলেন, মিজান মাঝি,
বেলাল,আমির আলী ড্রাইভার, মোঃ নাছির,বেক্কা,মাহমুদুল মাদু,খোকন,আজিজ,মোঃ মিয়া,আজিজুল হক,এহসান,ছৈয়দ, আব্দুল্লাহ,কাশেম,রিয়াজ উদ্দিন। নিখোঁজ হওয়া  জেলেদের বাড়ি কক্সবাজার সদরের খুরুশকুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs