শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হিউম্যান এইডের উদ্যোগে টেকনাফে ৭৫ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৬৭৭ বার পঠিত

মোঃআলমগীর আজিজ,টেকনাফ:
জাঁকজমকপূর্ণভাবে টেকনাফে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এইদিনে জাতিসংঘে ‘মানবাধিকারের’ সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে ১৯৫০ সালের ১০ই ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা কর্মসূচির মাধ্যমে টেকনাফে দিবসটি পালিত হয়। এ বছর মানবাধিকার দিবসের মূল বিষয়বস্তু হচ্ছে- সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার।

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) কর্তৃক ১০ডিসেম্বর ৭৫ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাঁকজমকপূর্ণভাবে শোভাযাত্রা ও আলোচনাসভা পালিত হয়েছে।

রবিবার ১০ ডিসেম্বর-২০২৩ সকাল ১১টার দিকে
হোটেল মিলকী রিসোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো
মিলকী রিসোর্ট পয়েন্ট গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে মিলকী রিসোর্ট হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা টেকনাফ উপজেলা শাখা কমিটির সভাপতি নুরুল হোসাইন ও সাধারন সম্পাদক হারুনর রশিদ সিকদার এর সঞ্চালনায় ৭৫ তম বিশ্ব মানবাধিকার দিবস অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ আলম বাহাদুর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,হিউম্যান এইড ইন্টারন্যাশনাল টেকনাফ উপজেলা শাখা কমিটির সহ-সভাপতি মোঃ কলিম, যুগ্ন-সাধারন সম্পাদক নজরুল ইসলাম খোকন,মহিলা বিষয়ক সম্পাদক সাবেকুন্নাহার বেবী,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাপজান, মোঃ শাহ আলম, নুরুল ইসলাম, এনামুল হক চৌধুরী, ফরিদুল আলম,ফরিদ বাবুল সহ প্রমুখ। এতে হৃীলা,হোয়াইক্যং,বাহারছড়া, সদর,সাবরাং, সেন্টমার্টিন ও পৌরসভা কমিটির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল একটি অন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। প্রতি বছরের মতো বিশ্ব মানবাধিকার দিবস ২০২৩ উদযাপনের লক্ষ্যে ১০ ডিসেম্বর সকাল ৯ টায় সারা দেশের নেতাকর্মীগণ স্ব স্ব ঘানা, জেলা, সিটি করপোরেশন এবং বিভাগীয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্ষদের নির্দেশে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি কেন্দ্রের সাথে একাত্ম হয়ে টেকনাফে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে।

৭৫তম বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড এর প্রতিপাদ্য বিষয় হলো। ফিলিস্তিনের উপর ৭৫ বছরের গণহত্যার কী কারণ। এই গণহত্যা অবিলম্বে বন্ধের দাবী জানাচ্ছে হিউম্যান এইড। বিশ্ব নেতাদের কাছে বিচার দাবী করছি এই ৭৫ বছরের গণহত্যার।

বাংলাদেশের এই ক্ষুদ্র ভূখণ্ড থেকে আমাদের চিৎকার সভ্য পৃথিবীর বিচারালয় পর্যন্ত না-ও পৌছোতে পারে। তবুও আমাদের এই প্রতিবাদ চলমান চলতে থাকবে। অদ্ভূত পৃথিবীর অসহায় মানুষগুলো জানলো যে আমরা চুপ করে থাকিনি।

বক্তারা বলেন, পথে পড়ে থাকা মানুষের কথা বলে, ক্ষুধার্ত মানুষের কথা বলে, ভূল চিকিৎসায় মৃত্যুর মিছিলের সংখ্যা কমিয়ে আনার কথা বলে। ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হওয়ার দাবী রাখে, দ্রব্যমূল্য প্রসঙ্গে আপোষহীন থাকে, ভোল ঔষধের বিষয়ে জাতিকে সঠিক বার্তা পৌঁছোতে জাগ্রত থাকে। নদী-নালা, খাল-বিল, জলাশয়, বনাঞ্চল, সমুদ্র, পাহাড় রক্ষায় গণমানুষকে সচেতন করে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে।

সর্বপরি হিউম্যান এইড বলতে চায় দেশের মানুষ এমন একটি বিচার বিভাগ পাওয়ার অধিকার রাখে, যেখানে মানবাধিকার সমুন্নত রেখে বিচারকার্য পরিচালনা করা হবে।

টেকনাফ উপজেলা শাখা কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক নজরুল ইসলাম খোকন,বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এখনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে অহরহ। ফিলিস্তিনের আকাশে মানবতার আহাজারি শোনা যায়। নির্বিচারে শিশুদের হত্যা করা হচ্ছে। ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনের বিভিন্ন এলাকা ধবংসস্তুপে পরিণত হয়েছে। অথচ যারা মানবাধিকারের কথা বলে তারা নিশ্চুপ। উল্টো দখলদার বাহিনীর পক্ষ নিয়েছে অনেকে। ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানান।

টেকনাফ উপজেলা শাখা কমিটির সাধারন সম্পাদক হারুনর রশিদ সিকদার বক্তব্যে বলেন, পঁচাত্তরের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করার পর এদেশে মানবাধিকার বলে আর কিছু ছিল না। সেই কালরাতে তাদের পরিবারের ১৮ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। খুনিদের যাতে কেউ বিচার করতে না পারে সেজন্য দায়মুক্তি অধ্যাদেশ প্রণয়ন করে আমাদের স্বজনদের হত্যার বিচার চাওয়ার অধিকার কেড়ে নেয়া হয়েছিল।

প্রধান অতিথি টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর বক্তব্যে বলেন,
১৯৯৬ সালে সরকার গঠনের পূর্বে আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করতে পারিনি। সরকার গঠনের পর সেই কালো আইন বাতিল করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরাই প্রথম উদ্যোগ নিয়েছিলাম। এরপর থেকে আমরা সকল মানবাধিকার লঙ্ঘনের বিচারের ব্যবস্থা করেছি। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করেছি।

তিনি আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জাতীয় হিউম্যান ম্যান এইড একটি আন্তজার্তিক মানবাধিকার সংস্থার উদ্যোগে ‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে তিনি বাংলাদেশের জনগণের পক্ষে বিশ্বের শোষিত-নিপীড়িত মানুষের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেন।

টেকনাফ উপজেলা শাখা কমিটির সভাপতি নুরুল হোসাইন সমাপনী বক্তব্যে বলেন,ফিলিস্তিনসহ বিশ্বের সকল নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি, সকলের নিরাপত্তা বিধান, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার। মানবাধিকার একটি বিশদ ও সামগ্রিক বিষয়। কিন্তু দুঃখের বিষয়, একবিংশ শতাব্দীতে ও বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগেও বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

পরিশেষে সকল নেতাকর্মীদের মাঝে দুপুরের খাবার প্যাকেট বিতরন করেন টেকনাফ উপজেলা কমিটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs