শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আসামি হলেই গ্রেপ্তার নয়, মানতে হবে নতুন নির্দেশনা কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান

হঠাৎ লবণের দরপতনঃচাষী ও ব্যবসায়ী মিলে সড়কে অবস্থান,বিক্ষোভ কর্মসূচী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পঠিত

জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ
দেশীয় উৎপাদিত লবণকে সাদা সোনা বলা হয়।সেই দেশীয় উৎপাদিত লবণের দাম কমিয়ে,সিন্ডিকেট করে ইন্ডাস্ট্রিয়াল সল্ট বা বিদেশী লবণ আমদানির দায়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নস্হ মহাসড়কে প্রান্তিক চাষী আর স্হানীয় সংগ্রামী ব্যবসায়ীরা মিলে সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে সড়কে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন।
কর্মসূচী পালনকারীরা সড়কে দেশীয় উৎপাদিত লবণ ঢেলে লবণের ন্যায্য মূল্য আদায়ের লক্ষ্য অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।এতে মহাসড়কের দুইপাশে যাত্রীবাহি আর মালবাহি গাড়ীর দীর্ঘ যানজট সৃষ্টি হয়।পরে হাইওয়ে ও থানা পুলিশের বিশেষ অনুরোধে সড়ক থেকে লবণ সরিয়ে নেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ কর্মসূচী পালনকারীরা গলাফাঁটা কন্ঠে বলে-ইন্ডাস্ট্রিয়াল সল্ট নামের বিদেশী লবণ আমদানি বন্ধ করে,দেশীয় উৎপাদিত লবণের ন্যায্য দাম বাড়িয়ে দিতে হবে।অন্যথায় আগামীতে পুরো জেলার মহাসড়কে অবরোধের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে বলে কঠিন হুশিয়ারি দেন চাষী আর স্হানীয় ব্যবসায়ীরা।পানির দামে লবণ বিক্রি করে,কোন চাষী নিজেদের বিনিয়োগকৃত টাকার অর্ধেক টাকাও উপার্জন করতে পারবেনা।
তারা শ্লোগানে ধরে বলেন-সারাদেশের বিদেশী লবণ আমদানির সিন্ডিকেট জ্বালিয়ে দাও,পুড়িয়ে দাও,অবৈধ সিন্ডিকেটধারি ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে,দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন বিক্ষোভ পালনকারীরা।
সারাদেশে সকল নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া হলেও,পানির দামে বিক্রিত হচ্ছে শুধু লবণ।তাই চকরিয়া,পেকুয়া,ঈদগাঁও,রামু,কক্সবাজার,উখিয়া,টেকনাফ,মহেশখালী,কুতুবদিয়া ও বাশঁখালী উপজেলার প্রায় লক্ষাধিক চাষী আর স্হানীয় ব্যবসায়ীরা সড়ক অবরোধ অবস্হান ও বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।কারণ উপজেলা গুলোতে প্রায় ৬১হাজার একর লবণক্ষেত রয়েছে।বর্তমানে প্রতিকেজি লবণের দাম পড়ে মাত্র ৫টাকা ৭৫পয়সা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs