নিজস্ব প্রতিবেদক:
৪০০ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী মিলে পরিস্কার করলো কক্সবাজার সমুদ্র সৈকতের আবর্জনা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং কক্সবাজার পৌরসভা ও এনজিও সংস্থা ব্র্যাক এর সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।
কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা। তিনি বলেন, ‘আগামী প্রজন্মই পারে পরিবর্তনের সূচনা করতে। কক্সবাজার সারা দেশে বিভিন্ন বিষয়ে প্রশংসনীয় কাজ করছে, আশা করি প্লাস্টিক দূষণ রোধেও আমরা ভালো কিছু করব।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত), মোহাম্মদ গোলাম মোস্তফা, হোটেল মোটেল রেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা শামীম আক্তার ও প্রজেক্ট ম্যানেজার মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ব্র্যাকের এই উদ্যোগ শুধু পরিবেশের জন্য উপকারী নয়, বরং এটি সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আশা করা যাচ্ছে, এমন উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়লে, আমাদের সমুদ্রসৈকতগুলো আরও পরিচ্ছন্ন এবং টেকসই হবে।’
ব্র্যাকের এই আয়োজনে ৪টি স্কুলের ৮০ জন ছাত্রছাত্রী এবং ৩০০ এর অধিক সেচ্ছাসেবী এবং পরিচ্ছন্নতা কর্মী অংশগ্রহণ করে। সৈকতের পাশাপাশি তার আশেপাশের ময়লা আবর্জনা প্লাস্টিকের বোতল, কাগজ সংগ্রহ করে পূর্ণব্যবহারযোগ্য স্থানে সরিয়ে রাখা হয়।