শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্ত ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধু খুন! চকরিয়ার খুটাখালী কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন-সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার সাংবাদিক কল্যাণ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মীরসরাইয়ে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে পথচারী নিহত শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সংরক্ষিত বনের পাশে বালু মহাল ইজারা না দিতে আইনি নোটিশ। মহেশখালীতে ফ্রি ফায়ার গেইম খেলতে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে এক শিশু’র আত্মহত্যা! রামু সমিতির ইফতার ও শহীদ শিহাব কবির নাহিদ স্বরণে দোয়া মাহফিল অনুষ্টিত  সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মুল সম্ভব -বাইশারীতে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় পুলিশ সুপার কাওছার

সৃষ্টির কল্যাণ প্রত্যাশায় কাজ করবে দৈনিক রূপালী সৈকত – ফজলুল কাদের চৌধুরী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৬১ বার পঠিত

সরওয়ার সাকিব:

কক্সবাজার জেলায় প্রকাশিত দৈনিক রূপালী সৈকত পত্রিকার সংবর্ধনা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ সেপ্টেম্বর সকালে দৈনিক রূপালী সৈকতের নিজস্ব কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক এবং কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দৈনিক রূপালী সৈকতের নবনিযুক্ত উপদেষ্টা সম্পাদক জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হাশেম, ব্যবস্থাপনা সম্পাদক মুকিম খান,বার্তা সম্পাদক এসএম জাফর,সিনিয়র সহ সম্পাদক নুরুল আমিন সিদ্দিকী,নুরুল হোসাইন, শেফাইল উদ্দিন, মো: কায়েস উদ্দিন, হায়দার নেজাম সহ পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এসময় পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হাশেম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,একজন সংবাদকর্মী প্রধান অস্ত্র কলম আর সেই কলমের লেখনী দিয়ে দেশ ও সমাজের কল্যান এবং অন্যায়ের প্রতিবাদ করার আহ্বান জানান।

নবনিযুক্ত উপদেষ্টা সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, দৈনিক রূপালী সৈকত দীর্ঘদিন ধরে সুনাম বজায় রেখে সংবাদ প্রকাশ করে আসছে তা দেখে আমি মুগ্ধ। তাই কক্সবাজারে এমন একটি পত্রিকার উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পেয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে। সকলকে সাথে নিয়ে কাজ করবেন বলে প্রত্যই ব্যক্ত করেন।

দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক এবং কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে সৃষ্টির কল্যাণ প্রত্যাশায় কাজ করছে দৈনিক রূপালী সৈকত এবং সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, আমার বয়স ৭৩ পার হল হয়ত আর বেশি দিন বাঁচব না, আগামী বছরে প্রতিনিধি সম্মেলনে উপস্থিত হতে পারব কিনা তাও জানি না তবে সকলের কাছে অনুরোধ করছি আমার প্রাণ প্রিয় পত্রিকা দৈনিক রূপালী সৈকতকে বাঁচিয়ে রাখবেন। পত্রিকা মাধ্যমে আপনাদের মাঝে বেঁচে থাকব আজীবন।

সভা পরবর্তীতে পত্রিকার নবনিযুক্ত উপদেষ্টা সম্পাদক জাহাঙ্গীর আলমকে রঙিন ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।এছাড়া ২০২২-২৩ সালে সেরা সংবাদদাতা বিবেচনায় চকরিয়া উপজেলায় কর্মরত স্টাফ রিপোর্টার জিয়াউল হক জিয়া কে সম্মাননা স্মারক প্রদান করা হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs