
।। এম আর আয়াজ রবি।।
আমার বাংলাদেশ (এবি) পার্টির উখিয়া উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) বিকেল চারটায়, উখিয়ার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের উখিয়া উপজেলা শাখার আহবায়ক, সামাজিক ব্যক্তিত্ব সৈয়দ হোছাইনের সঞ্চালনায় বর্তমান চলমান প্রেক্ষাপটে বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা গণমাধ্যম ব্যক্তিত্ব সাংবাদিক শামসুল হক শারেক।
এসময় তিনি বলেছেন উখিয়ার সর্বত্র নীরব চাঁদাবাজি,বালুর মহাল, হাটবাজার, সিএনজি সমিতি থেকে শুরু করে সর্বত্র দখলবাজী ও নৈরাজ্য চলছে যা আমাদের কাছে প্রতিনিয়ত খবর আসছে এবং সুনির্দিষ্ট তথ্যও আছে। এ ক্ষেত্রে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলের নিয়মেই সবকিছু চলছে শুধুমাত্র হাত বদল হয়েছে। এতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্প্রীট ও অর্জনের সাথে সম্পূর্ণ বেমানান। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চাই।
তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের যে কমিটিগুলো রয়েছে সেখানে বৈষম্যহীনভাবে বিগত আন্দোলনে সম্পৃক্ত সকল রাজনৈতিক দল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং বিভিন্ন অংশী জনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়া এ সকল বিষয়ে এবং সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে বর্তমান অন্তবর্তী কালীন সরকারের জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করেন।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..