শহর প্রতিনিধি:
কক্সবাজারে সাগরে গোসলে নেমে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা মিরজাদি মাহবুবা মৌনা।
নিহতরা হল- কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে ১৬ বছর বয়সি আকরামুল ইসলাম সাজিন ও একই এলাকার প্রয়াত মাহবুব আলমের ছেলে সমবয়সি আরিফুল ইসলাম।এরা দুজনেই কক্সবাজার পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়দের বরাতে মাহবুবা মৌনা বলেন, বিকালে সৈকতের ওই পয়েন্টে আরিফুল-আকরামুলসহ কয়েকটি কিশোর গোসলে নামে। এক পর্যায়ে স্রোতের টানে আরিফুল ও আকরামুল ভেসে যেতে থাকে। এসময় সেখানে থাকা অন্যদের চিৎকারে আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় আকরামুলকে উদ্ধার করলেও আরিফুল নিখোঁজ হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, পরে আকরামুলকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, বিকাল ৫টার দিকে ওই স্কুল ছাত্রকে হাসপাতালে আনা হয়। কিন্তু আগেই সে মারা যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধানে ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা শুরু করে। এক পর্যায়ে রাত ৮টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টের সাগরে ভাসমান অবস্থায় জেটস্কি চালকরা আরিফুল ইসলামকে মৃত উদ্ধার করে। মৃতদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।