শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাগরে নেমে কক্সবাজার পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের দুই স্কুল ছাত্রের মৃত্যু!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩১৫ বার পঠিত

শহর প্রতিনিধি:
কক্সবাজারে সাগরে গোসলে নেমে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা মিরজাদি মাহবুবা মৌনা।

নিহতরা হল- কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে ১৬ বছর বয়সি আকরামুল ইসলাম সাজিন ও একই এলাকার প্রয়াত মাহবুব আলমের ছেলে সমবয়সি আরিফুল ইসলাম।এরা দুজনেই কক্সবাজার পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়দের বরাতে মাহবুবা মৌনা বলেন, বিকালে সৈকতের ওই পয়েন্টে আরিফুল-আকরামুলসহ কয়েকটি কিশোর গোসলে নামে। এক পর্যায়ে স্রোতের টানে আরিফুল ও আকরামুল ভেসে যেতে থাকে। এসময় সেখানে থাকা অন্যদের চিৎকারে আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় আকরামুলকে উদ্ধার করলেও আরিফুল নিখোঁজ হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, পরে আকরামুলকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, বিকাল ৫টার দিকে ওই স্কুল ছাত্রকে হাসপাতালে আনা হয়। কিন্তু আগেই সে মারা যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধানে ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা শুরু করে। এক পর্যায়ে রাত ৮টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টের সাগরে ভাসমান অবস্থায় জেটস্কি চালকরা আরিফুল ইসলামকে মৃত উদ্ধার করে। মৃতদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs