শহর প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশ এবং মানুষের ক্ষতিগুলো তুলে ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে `সেইভ নেচার, সেইভ লাইভস’ শিরোনামে দিনব্যাপি নানান কমসূচি পালনে করেছে ‘ইয়াং উইমেন লিডার্স ফর পিস বাংলাদেশ’ নামে একদল উদীয়মান তরুণ-তরুণী।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় সৈকতের লাবণী পয়েন্টে সচেতনতামূলক এই কর্মসূচি শুরু করে তারা। শেষ হয় বিকেলে। কমসূচির মধ্যে ছিল, বীচ ক্লিনিং ও থিয়েটার। এতে সহযোগিতা করে গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন্স পিস বিল্ডার।
দিনব্যাপি কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সম্ভাব্য ক্ষতি এড়ানো, কী কী উদ্যোগ নেয়া দরকার এবং বর্তমানে ডেঙ্গুর বিস্তার থেকে পরিত্রাণ পেতে কোন কোন বিষয়ে সচেতন থাকতে হবে এসব বিষয় তুলে ধরা হয়।
কমসূচিতে টুরিস্ট পুলিশ, রাইটস ফর উইমেন ওয়েল ফেয়ার সোসাইটির সিনিয়র প্রোগ্রাম অফিসার আলমগীর সিকদার, গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন্স পিস বিল্ডার এর বাংলাদেশের প্রোগ্রাম অফিসার পাহীমা আহমদসহ ইয়াং উইমেন লিডাসের ২৫ জন সদস্য অংশ নেন।
‘ইয়াং উইমেন লিডার্স ফর পিস বাংলাদেশ’ এর সদস্য রিমা সুলতানা রিমু জানান, সৈকতের লাবনী পয়েন্ট থেকে শুরু করে সুগন্ধা পয়েন্ট পযন্ত সৈকতে পড়ে থাকা প্লাস্টিক ও আবজনা পরিস্কার করেন। বিকেলে সুগন্ধা পয়েন্টে থিয়েটার করেন তারা।
আরেক সদস্য আরজিনা বেগম জানান, কক্সবাজার সৈকত আমাদের সম্পদ। কিন্তু প্রতিনিয়ত নানান ময়লা আবজনায় এটি দুষিত হচ্ছে। সকলের উচিত সমুদ্র সৈকত পরিস্কার রাখা।