নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে কক্সবাজার সদর উপজেলার আয়োজনে এনজিও সংস্থা ব্র্যাক এর সহযোগিতায় এই অভিযান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন চৌধুরী। তিনি বলেন, “সমুদ্র সৈকত এই দেশের সম্পদ। তাই এটির সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব সবার। বিশেষ করে কক্সবাজারে সৈকতে প্লাস্টিকের পণ্য ব্যবহারের পর সেগুলো যত্রতত্র ফেলে দেওয়া হয়। এর ফলে সেগুলো সাগরে মিশে গিয়ে সেখানকার পরিবেশ—প্রতিবেশ দূষণ করছে। এ কারণে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি মানব দেহেও ক্ষতিকর প্রভাব দেখা দিচ্ছে। তাই মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্যে ব্র্যাকের এই কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, ব্র্যাকের প্রজেক্ট ম্যানেজার মাহফুজ উর রহমান, মোস্তাক আহমদ ম্যানেজার পার্টনারশীপ এন্ড কোলাবোরেশান, মাহিনুর সাইফ ম্যানেজার এডভোকেসি এন্ড ক্যাম্পেইন ও হাসান রেজাউল করিম প্রজেক্ট কো—অর্ডিনেটর উপস্থিত ছিলেন।
অভিযানের মূল উদ্দেশ্য ছিল সৈকতকে ময়লা, আবর্জনা ও প্লাস্টিকের দূষণ থেকে মুক্ত করা। যাতে ভবিষ্যতে এটি আরও পরিবেশবান্ধব এবং পর্যটক উপযোগী হয়। স্থানীয় জনগণ এবং স্বেচ্ছাসেবীরা একত্রিত হয়ে সৈকত পরিষ্কার করে। অভিযানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা প্লাস্টিক বোতল, কাগজ, প্যাকেট, এবং অন্যান্য ময়লা জড়ো করে সেগুলো পুনঃব্যবহারযোগ্য জায়গায় সরিয়ে ফেলেন।