শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন পি এম খালীর ইউপি চেয়ারম্যান মাস্টার আব্দুর রহিম

রিয়াজ উদ্দিন
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৪৫৯ বার পঠিত

রিয়াজ উদ্দিন, কক্সবাজার:

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের সাবেক তিনবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাষ্টার আব্দুর রহিম।

সোমবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১১টা ৪৫মিনিটের সময় কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

মরহুমের স্বজন কেফায়েত উল্লাহ জানান, ১৯৫৪ সালের ৮ আগষ্ট জন্মগ্রহণ করা আব্দুর রহিম পি.এম.খালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেড় যুগের বেশি সময় ধরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পর গত ইউপি নির্বাচনে সড়ে দাঁড়ান। তিনি আমাকে ভাগিনা হিসেবে নয় , নিজের সন্তানের চেয়েও বেশি স্নেহ-ভালোবাসা দিয়ে লালন-পালন করে। তাহাঁর সবসময় কাছে বলে এখনো ভূলতে পারছিনা। তিনি গত কয়েকমাস আগে থেকে বর্ধক্যজনিত রোগে ভোগেন । অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়। গত কাল তিনি দিবাগত রাতে না ফেরার দেশে চলে যান। আমি তাহাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

মঙ্গলবার আসরের নামাজের পর ঘাটকুলিয়া পাড়ার দক্ষিণে বাঁকখালী নদীর চরে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযায় জেলার সকল দলের রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। তারা নামাজে জানাযায় শরিক হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। পরে ঘাটকুলিয়া পাড়া পারিবারিক কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়।

এদিকে বার বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান মাষ্টার আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার সদর-রামু-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দীন চৌধুরী, সাবেক সংসদ লুৎফর রহমান কাজল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ছলিম উল্লাহ বাহাদুর, সদর আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল করিম মাদু , সদর আওয়ামীলীগের সম্পাদক এডঃ ছৈয়দ মোঃ রেজাউর রহমান, ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমদ আনোয়ারী, সাবেক আমির মাওলানা মুস্তাফিজুর রহমান,  সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (সাবেক) শহিদুল ইসলাম বাহাদুর,  অধ্যক্ষ মৌলানা শফিউল হক জিহাদী, সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ জামায়াত নেতা মাওলানা আবুল কাশেম, বিএনপি নেতা হারুন আর রশিদ, ব্যবসায়ী খুরশেদ আলম, অধ্যাপক জহিরুল ইসলাম, পিএমখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক নুরুল আজিম, পিএমখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন খান, পিএমখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ, , বিশিষ্ট ব্যবসায়ী মৌলভী এমদাদ উল্লাহ, সাবেক মেম্বার মোস্তাক আহমদ, দৈনিক রূপালী সৈকত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হাশেম,সাংবাদিক মাহবুবুর রহমান, সমাজ সেবক আলহাজ আব্দুল হাকিম, মরহুমের ভাগিনা  টিকাদার কেফায়েত উল্লাহ সহ বিভিন্ন সংগঠন ও এলাকার মুসল্লীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs