শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আসামি হলেই গ্রেপ্তার নয়, মানতে হবে নতুন নির্দেশনা কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান

সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় চার নেতার স্মরণে জেল হত্যা দিবস পালিত

রিয়াজ উদ্দিন, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৭৬ বার পঠিত
সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় চার নেতার স্মরণে জেল হত্যা দিবস পালিত

রিয়াজ উদ্দিন, কক্সবাজার:

“রেখে গেলে বাণী, সে যে অভয় অশোক,
জয় হোক, জয় হোক, তোমাদের জয় হোক।”
৩রা নভেম্বর বাঙ্গালী জাতির এক কলঙ্কজনক জেলহত্যা দিবস। জাতীয় চার নেতার স্মরণে এডঃ ছৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই দিবসটি পালিত হয়।

শুক্রবার (৩রা নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সাধারণ সম্পাদক এডঃ ছৈয়দ রেজাউর রহমান মিলনায়তনে উক্ত অনুষ্ঠানটি অনষ্ঠিত হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শুরু হয়।
শুরুতে বক্তব্য রাখেন সাবেক কক্সবাজার জেলা ছাত্রলীগ কফিল উদ্দিন সিকদার।
এতে আরো বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলম, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান হিমেল, সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, খুরুশকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী দিদারুল আলম, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ উদ্দিন খোকা, সাবেক যুবলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, আওয়ামীলীগ নেতা এডঃ সরওয়ার কামাল, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রউফ নেওয়াজ ভূট্টো,ঝিলংজা ইউনিয়ন যুবলীগ নেতা জুয়েল সিকদার, খুরশেদ আলম, পিএমখালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম ছাদেক, সরওয়ার কামালসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্টানের সভাপতি এডঃ ছৈয়দ রেজাউর রহমান বক্তব্যের শুরুতেই জাতীয় চার নেতার স্মৃতিচারণ করেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া তিনি আরো জানান, শোককে শক্তিতে পরিণত করে জামাত-বিএনপির সকল সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য ও অপকর্মের বিরোদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে মোকাবেলা করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। জেলের ভিতরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতাকে হত্যার মধ্যে দিয়ে একটি কলঙ্কিত অধ্যায়ের সৃষ্টি করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের হত্যার পরও থেমে থাকেনি স্বাধীনতা বিরোধী চক্র। অবশেষে মানুষের যেখানে নিরাপদ আশ্রয়স্থল জেলখানা। সেখানে গিয়ে তারা গুলি করে জাতীয় চার নেতাকে হত্যা করে। তাঁদেরকে হত্যা করে জাতিকে নেতৃত্ব শূণ্য করতে চেয়েছিল। জাতীয় চারনেতা বঙ্গবন্ধুর সাথে থেকে দেশপ্রেমে নিজেদের বিলিয়ে দিয়েছেন। তারা শত্রুর কাছে কখনো আপোষ হননি।

অনুষ্ঠানের বক্তারা বলেন, দেশপ্রেম ছাড়া উন্নয়ন সম্ভব না । তাই তারা দেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন। জাতি তাঁদের ঋণ কোন দিন শোধ করতে পারবেনা। শুধু তাঁরাই না বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২২ বার হত্যার চেষ্টা চালিয়েছে স্বাধীনতা বিরোধীরা। এরপরও দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন তিনি। জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রুপদিতে দেশব্যাপি উন্নয়ন করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে শান্তিতে রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় ঘটাতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিকে ভোট দিতে হবে।
অনুষ্ঠানের শেষে মরহুম জাতীয় চার নেতা সহ বঙ্গবন্ধু ও তারঁ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও দোয়া কামনায় মোনাজাত পরিচালনা করেন মৌলানা ফারুক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs