শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আসামি হলেই গ্রেপ্তার নয়, মানতে হবে নতুন নির্দেশনা কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান

সড়কে পড়ে আছে বিপুল সংখ্যক পুরাতন এনআইডি কার্ড: পরে উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২ বার পঠিত

জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের চকরিয়া পৌর-শহরের একটি সড়কে পড়ে আছে বিপুল সংখ্যক পুরাতন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড।পরে তা উদ্ধার করেন উপজেলা প্রশাসন।
গত শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে পৌরসভার মধ্যম বাটাখালী মসজিদ থেকে একটু দূরে সড়ক থেকে এসব জাতীয় পরিচয়পত্রগুলো উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান-গত শনিবার বিকেলে পৌরসভার মধ্যম বাটাখালী এলাকায় সড়কের ওপর হাজারো এনআইডি কার্ড এলোমেলো ভাবে পড়ে আছে।এমন দৃশ্য দেখে জামাল উদ্দিন সহ আরো অনেকই মিলে উপজেলা প্রশাসনকে খবর দিলে, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম নিজেই গিয়ে এনআইডিগুলো উদ্ধার করেছেন।
এনআইডির কার্ডের গায়ে লেখা মতে ২০০৮ সাল হালনাগাদ ইস্যুকৃত কার্ড।কার্ডগুলো তুলতে গিয়ে দেখা যায় চকরিয়া উপজেলা ১৮টি ইউনিয়ন,চকরিয়া পৌরসভা ও পেকুয়ার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের এনআইডি রয়েছে।
সচেতন মহলের প্রশ্ন হলো-পুরোনো এনআইডি জমা দিয়ে স্মার্ট কার্ড নিতে হয়,সবাই নিয়েছেন। নির্বাচন অফিস ইসির নির্দেশনা মতে এসব পুড়িয়ে ধ্বংস করার বিধি থাকলেও,ধ্বংস না করে এই কার্ডগুলো পাবলিকের হাতে গেল,এত কি সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা,কর্মচারীরা জড়িত নয়?আমরা জড়িতদের কঠিন শাস্তি কামনা করছি।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সড়কে পড়ে থাকা পরিত্যক্ত এনআইডি কার্ডগুলো উদ্ধার করেছি।উদ্ধারকৃত কার্ডগুলোর মধ্যে চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা ও পেকুয়ার বিভিন্ন এলাকার বাসিন্দাদের কার্ড পাওয়া গেছে।তবে স্মার্ট কার্ড বিতরণের সময় পুরোনো এনআইডি কার্ডগুলো জমা নিয়ে পরে তা ধ্বংস করে ফেলা হয়। কিন্তু তা না হয়ে উল্টো কাজ কেমনে হলে এসব তা অনুসন্ধান করা হচ্ছে।’
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুর রহমান বলেন,উদ্ধারকৃত পুরাতন এনআইডি কার্ডগুলো সড়কে কেমনে আসলো,কিভাবে পাবলিকের হাতে কার্ডগুলো গেল,এসব কাজে কারা জড়িত?তা খতিয়ে দেখতে স্পেশাল নজরদারি সহ তদন্ত করা হচ্ছে।পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs