বার্তা পরিবেশক :
পত্রিকার প্রাণ হকার। ভাের থেকে সর্বস্তরে পত্রিকা বিলিয়ে দেয়া থেকে শুরু করে সমস্ত প্রচারণার ভার তাদেরই হাতে। এমন একজন কর্মপাগল, পরিশ্রমী মানুষ, সকলের পরিচিত হকার মোস্তফা কামাল। তিনি কক্সবাজার সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সভাপতি। মোস্তফা টানা কয়েক মাস ধরে গুরুতর অসুস্থ। বর্তমানে খুবই অর্থ কষ্টে দিনযাপন করছেন তিনি।
বিগত ৮ আগস্ট পায়ে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন মোস্তফা। সেই থেকে এখানো পর্যন্ত হাসপাতাল এবং বাসায় এভাবে যাওয়া আসার মধ্যদিয়ে চিকিৎসা নিচ্ছেন। তার পক্ষে এই চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব। পরিবার পড়েছে চরম বিপাকে। এ ব্যাপারে প্রশাসন, বিত্তবান ও আপনজনদের কাছে সহায়তা কামনা করা হয়েছে। কামালের যোগাযোগ করা যাবে ০১৮২২-২৪৩১১৬ এই নাম্বারে।