
বার্তা পরিবেশক :
গত ২০ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ সভাপতি আবু তালেব সিকদারের আইডি থেকে প্রকাশিত ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে উক্ত ভিডিও টি এডিট করা হয়েছে মুল ভিডিওটি প্রকাশ করেনি তাই প্রকাশিত ভিডিও মিথ্যা ও বানোয়াট তো ভিডিওটির প্রতিবাদ জানাচ্ছি উক্ত ভিডিও নিয়ে প্রশাসন কে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি যে ভিডিও টি প্রকাশ করেছে সে নিজেই আওয়ামী লীগের দোসর কচ্ছপিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ সভাপতি এবং যাদের কে আওয়ামী লীগ বলে ভিডিও প্রকাশ করছে তারা কখনো আওয়ামী লীগের সাথে জড়িত ছিল না আসল ব্যাখ্য হলো ভুয়া খতিয়ান ও দলিল করে মসজিদের নকল দাতা সাজার পায়তারা
জুমছড়ি স্টেশনে ৫১০ / ৪৩৪৪ দাগের জমির উপর ২৭৭ নং একটি দলিলকে ভুয়া করে ৪০৫০ বি,এস খতিয়ান সৃজন করে ভুয়া দাতা সাজার অভিযোগ পাওয়া গেছে। আসল ঘটনা হলো ৪৩৪৪ দাগের জমির মালিক হলো ওয়াহেদ আলী ও বাচা মিয়ার অংশীদারগণের। তারা যখন উক্ত জমি মসজিদে দান করতে চাই, ভুমি কবির তাদের বলে তোমাদের কোনো জমি নাই ৪০৫০ খতিয়ানটি প্রদর্শন করে। ৪০৫০ খতিয়ানকে যখন চ্যালেঞ্জ করা হয়, তখন দেখা যায় ২৭৭ নং একটি দলিলকে ফটোকপি করে ৪৩১০ দাগকে ৪৩৪৪ লিখে ফটোকপি করে অফিসে সে জারী কারক থাকার সুবাদে মোটা অংকের টাকা দিয়ে ভুয়া খতিয়ানটি করে। বর্তমানে এসিলেন্ড সাহেবের দপ্তরে ৩৫৫- ২/১২/২৪ ইং তারিখ এর প্রতিবেদন রামু ভূমি অফিসের ১৩৩৩ নং সিরিয়ালে ভুয়া খতিয়ানের সত্যতা প্রমাণিত। ঐ ওয়ারিশদেরকে জায়গা হতে উচ্ছেদ করার জন্য লোহার রট, দা, লাঠি ইত্যাদি দিয়ে ওয়ারিশ নাছিমা বেগমের স্বামী আজগর আলী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। ভুয়া দাতা সাজার জন্য সশস্ত্র তাদের আত্মীয়-স্বজন নিয়ে ভুয়া দাতা জিয়া উদ্দিন, মুর্শেদ, আমির হোসাইন, নুরুল আলম, মুরাদসহ আরো অনেকে আমাদের উপর হামলা করেছে।এরা বিভিন্ন রকম প্রভাব খাটিয়ে নিরপরাধ ওয়ারিশ দাতাদের আওয়ামী লীগের দোসর বানানোর অপচেষ্টা করছে। ভুক্তভোগী ওয়ারিশগণ কখনো কোনো দল করত না। এই জায়গা নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে বিচার হয়েছে। কিন্তু তারা এ বিচার প্রত্যাখ্যান করে। এমনকি উপজেলায়ও বিচার হয়। তারা কারো বিচারের তোয়াক্কা করে না। তাদের দাবি তারা জোর করে এ জমি দখলে রাখবে।
প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। পাশাপাশি ভুয়া দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
প্রতিবাদকারী
আজগর আলী পিতা সুলতান আহমদ
মোঃ আলী সুলতান আহমদ
ফখরুদ্দিন পিতা নুর আহমেদ
সুফিয়া খাতুন পিতা ওয়াহেদ আলী
আমানুল হক পিতা নুরুল ইসলাম
সর্বসাং জুম ছড়ি গর্জনিয়া রামু কক্সবাজার
এ জাতীয় আরো খবর..