স্পোর্টস ডেস্ক:
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে ব্যাকফুটে চলে যায় জার্মানি। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্পেনের সঙ্গে ড্র করে আশার মশাল জ্বালিয়ে রাখলেও বিপদ কাটেনি জার্মানির।
মরুরবুকে পরাজয়ে বিশ্বকাপ মিশন শুরু করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায়ের শঙ্কায় আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ‘ই’ গ্রুপের মৃত্যুকূপ থেকে নকআউট পর্বে যেতে আগামীকাল বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জিততেই হবে জার্মানিকে।
আগামীকাল জার্মানি জিতলে এবং জাপানের বিপক্ষে স্পেনও জিতলে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নই পাবে শেষ ষোলোর টিকিট। উলটোটা হলে বিদায় নেবে স্পেন ও জার্মানি। কিন্তু জার্মানির জয় আর স্পেন-জাপান ম্যাচ ড্র হলে কিংবা জাপান জিতলে সামনে আসবে গোল পার্থক্য।
প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে হারানো স্পেন (+৭) রয়েছে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। গোল পার্থক্যে পিছিয়ে থাকা জার্মানির (-১) কাজ সহজ হয়ে যাবে স্পেন জিতলে। তখন কোস্টারিকার বিপক্ষে শুধু জিতলেই হবে জার্মানদের।
স্পেন-জাপান ম্যাচ ড্র হলে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে তাদের। কিন্তু জাপান জিতে গেলে গোল পার্থক্যে স্পেনকে পেছনে ফেলতে আট গোলের ব্যবধানে জিততে হবে জার্মানিকে!