মুহাম্মদ এমরান, লামা(বান্দরবান)প্রতিনিধি:
“হাতি করলে সংরক্ষণ, রক্ষা হবে সবুজ বন” এই প্রতিপাদ্য নিয়ে লামা বন বিভাগের উদ্যোগে হাতি সংরক্ষণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জান-মালের ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।
সোমবার (১০ মার্চ ২০২৫) সকাল ১০ঘটিকার সময় লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লামা বন বিভাগ কর্তৃক ২০২৪-২০২৫ অর্থ বছরে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত মোট ৩০ জনের মাঝে ৫ লাখ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়।
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
এছাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, সাংবাদিক, হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত লোকজন উপস্থিত ছিলেন।