
মুহাম্মদ এমরান,লামা(বান্দরবান):
বান্দরবান জেলার লামা উপজেলায় আনন্দঘন পরিবেশে প্রজন্ম তরুণ সংঘ এর ‘মেধা বৃত্তি পরীক্ষা’২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের একঝাঁক মেধাবী শিক্ষিত তরুণদের আন্তরিক প্রচেষ্টায় ‘প্রজন্ম তরুণ সংঘ’ নামের একটি সংগঠনের ব্যানারে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
(১৪ ডিসেম্বর ২৪ইং) শনিবার সকাল ১০টা ২০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত হায়দারনাশী উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা চলে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১৩জন শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
এ উপলক্ষে সকাল থেকে শিক্ষার্থী অভিভাবকের পদচারনায় মুখরিত হয়ে উঠে হায়দারনাশী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন। ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়রম্যান মো. জাকের হোসেন মজুমদার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় হায়দারনাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মালুমঘাট শাখার সভাপতি জমির উদ্দিন ও রেপুজিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আলী উপস্থিত ছিলেন।
বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী একাধিক শিক্ষার্থী অভিভাবক জানায়, মেধাবৃত্তির এ পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কে উজ্জ্বল করার পথ সুগম করবে। এদিকে পরীক্ষার আয়োজনে সহযোগিতা করায় বিদ্যালয় কর্তৃপক্ষ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, সংগঠনের সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, আমাদের লক্ষ্য এ পরীক্ষার মাধ্যমে শুধু মেধাবী শিক্ষার্থী বের করা নয়, বরং তাদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ শিক্ষা জীবনের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা।
এ জাতীয় আরো খবর..