
মুহাম্মদ এমরান,লামা প্রতিনিধি:
পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে এক ইট ভাটায় অভিযান পরিচালনা করে ৭লক্ষ ১০হাজার টাকা জরিমানা ও ১৮শত ফুট কাঠ জব্দ করা হয়েছে।
উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে F.A.C ব্রিকস, প্রো: ফরিদুল আলম-কে ৭ লক্ষ টাকা ও বন আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় ও ১৮শত ঘনফুট কাঠ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। তাছাড়াও পানি দিয়ে ইটভাটা সমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১২টায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে লামা নির্বাহী ম্যাজিস্টেট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে অভিযানে সহায়তা করেন, সহকারি কমিশনার (ভূমি) রুপায়ন দেব, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ পুলিশ সদস্যরা।
ইটভাটায় অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, পাহাড় ও বৃক্ষ নিধনের দায়ে এফএসি ইটভাটা মালিককে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত২০১৯) এবং পরিবেশ আইনে পৃথক জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যারাই পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইটভাটা স্থাপন করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..