শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আসামি হলেই গ্রেপ্তার নয়, মানতে হবে নতুন নির্দেশনা কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান

লামায় অপহৃত ২৫ শ্রমিক দশ লাখ টাকার বিনিময়ে মুক্তি 

মুহাম্মদ এমরান, লামা(বান্দরবান)প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পঠিত
মুহাম্মদ এমরান, লামা(বান্দরবান)প্রতিনিধি:
পার্বত্য বান্দরবানে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ০১ নং ওয়ার্ড সীমান্তবর্তী এলাকায় অপহৃত ২৫ জন রাবার শ্রমিককে দশ লাখ টাকা মুক্তিপন দিয়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সীমান্তবর্তী মুরুং ঝিরি পাড়া এলাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
তারা হলেন,মো. ফারুক, মো. আইয়ুব আলী, মো. সিদ্দিক, মো. আব্দুল খালেক, আব্দুল মাজেদ, মনিরুল ইসলাম, জিয়াউর রহমান, মো. মোবারক, মো. হারুন, সৈয়দ নুর, রমিজ উদ্দিন, মো. কায়ছার, মো. মনির হোসেন, মো. ইমরান, মঞ্জুর, আফসার আলী, মো. খাইরুল আমিন, আবু বক্কর, আবদুর রাজ্জাক ও মো. মবিনের নাম জানা গেছে। তারা কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সুত্রে জানা যায়, গত শনিবার রাতে মুরুং ঝিরি পাড়া থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে স্থান পরিবর্তন করতে থাকলে ২৬ জনের মধ্যে একজন পালিয়ে আসে। অবশিষ্ট ২৫ জন শ্রমিককে মঙ্গলবার ভোরে দশ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয় অপহরণকারীরা।
রাবার বাগান মালিক ফোরকান বলেন, দশ লাখ টাকা মুক্তিপনের মাধ্যমে শ্রমিকদের ছেড়ে দিয়েছে অপহরনকারীরা। মুক্তিপণের জন্য শ্রমিকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শ্রমিকদের ঈদগাহ হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ(ওসি) শাহাদাৎ হোসেন বলেন, সকালে অপহৃত ২৫ জন রাবার শ্রমিকদের ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।
বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার বলেন, অপহরণকারীরা শ্রমিকদের ছেড়ে দিয়েছে খবর পেয়েছি। তারা ছাড়া পেয়ে নিজ বাড়িতে চলে গেছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs