শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

লাইট হাউস পাড়ায় নির্বিচারে সংরক্ষিত বনের পাহাড় কর্তন,পরিদর্শনে-ইউএনও

শহর প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৩৭৬ বার পঠিত

কক্সবাজার শহরের ১২ নং ওয়ার্ডের লাইট হাউস পাড়ার বাঘঘোনা এলাকায় বিগত কয়েকমাস ধরে কয়েক একর পাহাড়ি জায়গা একটি প্রভাবশালাী সিন্ডিকেট নির্বিচারে কেটে প্লট আকারে বিক্রি করে আসছিল। সেই পাহাড়া কাটার বিষয়ে স্থানীয় সচেতন মহল ও সংবাদকর্মীরা জেলা প্রশাসন কে অবগত করা হলে পরিদর্শনে যান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকারিয়া।

শনিবার, ০৬ মে ২৩ ইং, দুপুরে বনবিভাগ ও র‍্যাব ১৫ কক্সবাজার এর সহযোগিতায় উক্ত পাহাড় কাটারস্থান পরিদর্শন করা হয়।

স্থানীয়রা বলেন, গত কয়েকমাস ধরে লাইট হাউস পাড়ার বাঘঘোনা এলাকায় প্রভাবশালী বিএনপি নেতা আমির হোসেন সওদাগরের ছেলে মোশাররফ ও একই এলাকার হাজীর ছেলে মিজান সিন্ডিকেট এর নেতৃত্বে বিশাল আকারের উঁচু সরকারি খাস খতিয়ান ভূক্ত পাহাড় নির্বিচারে কেটে প্লট আকারে বিক্রি করা হচ্ছে। দিন রাত রোহিঙ্গা শ্রমিক দিয়ে এসব পাহাড় কেটে সেই পাহাড় কাটা মাটি নিচু জমি ভরাট করে লাখ লাখ টাকা এবং সেই পাহাড়ী জায়গা বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন কোটি টাকা। স্থানীয়রা বাঁধা দিলে তারা কারো কথা শুনছেন না৷ বিষয়টি নিয়ে একাধিক সংবাদও প্রকাশিত হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে পাহাড় ভেঙ্গে ক্ষয়ক্ষতির আশংকাও করছেন তারা। এর আগেও ওই এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে দুই লোক নিহত হয়েছিল। বর্তমানে পাহাড় কাটার কারনে আশপাশের লোকজন আতংকে রয়েছেন। এসব পাহাড় খেকো ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন তারা।

পরিদর্শনে যাওয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকারিয়া বলেন, খবর পেয়ে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে পরিদর্শনে এসেছি, বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তা মহোদয়গণকে অবগত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs