কক্সবাজার শহরের ১২ নং ওয়ার্ডের লাইট হাউস পাড়ার বাঘঘোনা এলাকায় বিগত কয়েকমাস ধরে কয়েক একর পাহাড়ি জায়গা একটি প্রভাবশালাী সিন্ডিকেট নির্বিচারে কেটে প্লট আকারে বিক্রি করে আসছিল। সেই পাহাড়া কাটার বিষয়ে স্থানীয় সচেতন মহল ও সংবাদকর্মীরা জেলা প্রশাসন কে অবগত করা হলে পরিদর্শনে যান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকারিয়া।
শনিবার, ০৬ মে ২৩ ইং, দুপুরে বনবিভাগ ও র্যাব ১৫ কক্সবাজার এর সহযোগিতায় উক্ত পাহাড় কাটারস্থান পরিদর্শন করা হয়।
স্থানীয়রা বলেন, গত কয়েকমাস ধরে লাইট হাউস পাড়ার বাঘঘোনা এলাকায় প্রভাবশালী বিএনপি নেতা আমির হোসেন সওদাগরের ছেলে মোশাররফ ও একই এলাকার হাজীর ছেলে মিজান সিন্ডিকেট এর নেতৃত্বে বিশাল আকারের উঁচু সরকারি খাস খতিয়ান ভূক্ত পাহাড় নির্বিচারে কেটে প্লট আকারে বিক্রি করা হচ্ছে। দিন রাত রোহিঙ্গা শ্রমিক দিয়ে এসব পাহাড় কেটে সেই পাহাড় কাটা মাটি নিচু জমি ভরাট করে লাখ লাখ টাকা এবং সেই পাহাড়ী জায়গা বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন কোটি টাকা। স্থানীয়রা বাঁধা দিলে তারা কারো কথা শুনছেন না৷ বিষয়টি নিয়ে একাধিক সংবাদও প্রকাশিত হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে পাহাড় ভেঙ্গে ক্ষয়ক্ষতির আশংকাও করছেন তারা। এর আগেও ওই এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে দুই লোক নিহত হয়েছিল। বর্তমানে পাহাড় কাটার কারনে আশপাশের লোকজন আতংকে রয়েছেন। এসব পাহাড় খেকো ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন তারা।
পরিদর্শনে যাওয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকারিয়া বলেন, খবর পেয়ে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে পরিদর্শনে এসেছি, বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তা মহোদয়গণকে অবগত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।