রামু প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এস এস স্বদেশ শর্মার মাতা অনিমা রানী শর্মা ২৫ মে সকাল ৯ টার সময় চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে পরলোক গমন করেন।বৃহস্পতিবার বিকালে রামু পশ্চিম মেরংলোয়া নিজ গ্রামে শশ্মানে সৎকার করা হয়। রামু ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া এলাকার মৃত মাষ্টার ক্ষীরোদ চন্দ্র শর্মার সহধর্মিণী। রামু প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এস এস স্বদেশ শর্মার মাতা অনিমা রাণী শর্মার মৃত্যুর খবর পেয়ে শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল,জাতীয় দৈনিক কাল বেলার সম্পাদক সন্তোষ শর্মা,রামু প্রেস ক্লাবের সভাপতি ও রামু উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বাবুল শর্মা, রামু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুস রানা চৌধুরী, রামু কলেজের অধ্যক্ষ মজিবুর আলম, রামু কলেজের অধ্যাপক ইজ্জত উল্লাহ, রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক দীপক বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক এস মোহাম্মদ হোসেন, রামু প্রেসক্লাবের সহ সভাপতি খালেদ হোসেন টাপু,রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিস নাইমুল হক, রামু প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবদুল মালেক সিকদার, রামু প্রেসক্লাবের অর্থ সম্পাদক নূর মোহাম্মদ।
রামু প্রেসক্লাবের সদস্য আবু কায়সার,সাংবাদিক মোঃ ইলিয়াস, রাজারকুল মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম।
শোকাহত পরিবারের প্রতি আরও সমবেদনা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।