বার্তা পরিবেশক:
রামু চৌমুহনী ক্রোকারীজ ব্যবসায়ি সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৪ ডিসেম্বর কক্সবাজারের অন্যতম পর্যটন স্পট দরিয়া নগরে আয়োজিত এ মিলনমেলায় ক্রোকারীক দোকান মালিক ও কর্মচারিরা অংশ নেন।
বেলা ১২ টায় দরিয়ানগর সৈকতে মিলনমেলা উপলক্ষ্যে ক্রোকারীক দোকান মালিক ও কর্মচারিদের অংশগ্রহনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে বৃহৎ ক্রোকারীজ ব্যবসা প্রতিষ্ঠান নূর ক্রোকারীজ একাদশের সাথে মুখোমুখি হন অন্যান্য ক্রোকারীজ মালিক ও কর্মচারি একাদশ। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় নূর ক্রোকারীজকে ২-১ গোলে হারায় অন্যান্য ক্রোকারীজ মালিক-কর্মচারি একাদশ।
মিলনমেলায় অংশ নেন- ক্রোকারীজ মালিক সমিতির সভাপতি একে খাঁন, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী বাদল, অর্থ সম্পাদক মোমেনুর রহমান, চৌমুহনী ক্রোকারীজ ব্যবসায়ি সমিতির বার্ষিক মিলনমেলা উদযাপন পরিষদের আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ কামাল, সদস্য কায়ছার, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, যুগ্ন সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, ক্রোকারীজ মালিক সমিতির সদস্য জিয়াউল হক, জামাল হোসেন, স্বদেশ বড়ুয়া, শফিকুর রহমানসহ সকল কর্মচারিবৃন্দ।