
রামু সংবাদদাতা:
মোহাম্মদ ওসমান নামের এক ব্যক্তিকে আটক করেছে রামু থানা পুলিশ। পুলিশের দাবী তিনি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে গর্জনিয়া বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ৷
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহিন চৌধুরীর উপর হামলা ও নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগে করা একটি মামলায় তাকে আটক করা হয়েছে।
এছাড়াও ওসি ইমন বলেন, ওসমানের নেতৃত্বে গেলো ১৮ নভেম্বর হামলা চালিয়ে ২টি বসতবাড়ি পুঁড়িয়ে দেয়ার অভিযোগ জমা আছে থানায়।
এ জাতীয় আরো খবর..