নিজস্ব প্রতিবেদক:
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের সমালোচিত সাবেক মেম্বার হাবিবুল্লাহর অপরাধের কোন শেষ নেই । সীমান্তের আইন-নির্দ্দিষ্ট পথ এবংশুল্কঘাঁটি এড়িয়ে মায়ানমার থেকে গরু, সুপারি সহ নানান ধরনের চোরাচালান করা যেন হাবীবুল্লাহর নিত্যদিনের কাজ। এই অপকর্মে প্রশাসন যখন বাধা সৃষ্ঠি করে তখন কিছু স্থানীয় নিরপরাধ লোকের উপর অত্যাচার চালায় সাবেক এই মেম্বার হাবিবুল্লাহ। এই অপকর্মে প্রশাসনের হতে আটক হলে স্থানীয় কিছু নিরপরাধ ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেন এবং তাদের উপর বর্বর অত্যাচার চালায় ।
গেল কয়েকদিন আগে এরকম একটি ঘটনা ঘটে রামু গর্জনিয়ার কিয়াজের বিল এলাকায়। এই এলাকায় মেম্বার হাবীবুল্লাহ স্থানীয় নিরপরাধ মোহাম্মদ সাঈদী ও আমানুল হককে দোকানের ভেতর থেকে ধরে নিয়ে গিয়ে পার্শোক্ত জঙ্গলে আটকে রাখে এবং অমানবিক নির্যাতন চালায়। পরে স্বজনরা খোঁজাখুজি করলে ৯৯৯ এফোন করে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহায়তায় অপহৃতদের উদ্ধার কাজ চালায়।
অপহৃত সাঈদীর জিজ্ঞাসাবাদে তিনি জানান, আমাকে দোকান থেকে ধরে নিয়ে গভীর জঙ্গলে আমার উপর নির্মম নির্যাতন চালায় মেম্বার হাবীবুল্লাহ দোকানের ভেতর থেকে আমাকে অপহরণ করে নিয়ে গিয়ে পার্শোক্ত জঙ্গলে আটকে রাখে এবং অমানবিক নির্যাতন চালায়। পরে আমার স্বজনরা খোঁজাখুজি করলে ৯৯৯ এফোন করে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহায়তায় আমাকে উদ্ধার করে।