শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রামুর চাকমারকুল বিএনপির সাবেক সভাপতি শাহ আলম কোম্পানীর ইন্তেকাল, জানাযা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত
প্রেস বিজ্ঞপ্তি: 
রামু চাকমারকুল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি, পূর্ব মোহাম্মদ পুরা নিবাসী, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম কোম্পানী গত জুমাবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে যান।
তিনি রাজনৈতিক জীবনে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রামু উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন মহল তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা আল্লাহ তা’আলার দরবারে মরহুমে রুহের মাগফিরাত কামনা করেন।

গত (৯ নভেম্বর) শনিবার বাদে যোহর নিজ বাড়ির প্রাঙ্গনে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ সিকদার, কলঘর আবু বকর সিদ্দিক বালিকা মাদ্রাসার সুপার মওলানা শরিফুল হক, মাওলানা আবু তাহের, রামু ক্যন্টেনম্যান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আহমদ কামাল, পরিবারের পক্ষ থেকে ভাতিজা আব্দুল্লাহ,স্মৃতিচারণ অনুষ্ঠান পরিচালনা করেন, চাকমারকুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান। এছাড়া উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমদ চৌধুরী মাহিন, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন কোম্পানি, কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, সহ- সাংগঠনিক সম্পাদক মীর্জা নুরুল আবছার সহ বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত নামাজে জানাজার ইমামতি করেন, তামিরুল উম্মাহ ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মওলানা আরিফুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs