শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রামুতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল আলম চৌধুরীর ইন্তেকাল,বৃহস্পতিবার সকাল ১১টায় রাজারকুল আজিজুল উলূম মাদ্রাসা মাঠে জানাজা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ বার পঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:
রামু রাজারকুল এর বাসিন্দার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল আলম চৌধুরী আর আমাদের মাঝে নেই। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৩) বছর।
তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, রক্তচাপ,ডায়াবেটিক ও কিডনি রোগে ভুগছিলেন।

তিনি স্ত্রী তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন ।
তিনি রাজারকুল পশ্চিম নয়া পাড়ার মরহুম গোলাম বারির সুযোগ্য সন্তান ।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল আলম চৌধুরী
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এছাড়া তিনি দীর্ঘ বছর ধরে ইউনিয়ন পরিষদের সচিবের দায়িত্ব পালন করেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন রামুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান নুরুল হক, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রণধীর বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদ বিএ, মাইমুনুর রশিদ, আবুল কালাম আজাদ, ফরিদ আহমদ ও ফরুক আহমদ প্রমুখ। বিবৃতিদাতারা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল আলম চৌধুরীর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর সকাল ১১টায় রামু রাজারকুল আজিজুল উলূম মাদ্রাসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs